তিন সপ্তাহ পর করোনা শনাক্ত হার কমে ১৮ দশমিক ৮৩ শতাংশ

করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনের দাপটে চূড়ায় ওঠা সংক্রমণের হার আবার ২০ শতাংশের নিচে নেমেছে তিন সপ্তাহ পর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৪২ হাজার নমুনা পরীক্ষা করে আট হাজার ১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্ত রোগীর হার দাঁড়াচ্ছে ১৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত ১৭ জানুয়ারির পর সর্বনিম্ন।

ওমিক্রনের বিস্তারের মধ্যে গত ১৭ জানুয়ারি নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২০ শতাংশ ছাড়ায়। সেদিন শনাক্তের হার ছিল ২০ দশমিক ৮৮ শতাংশ। এরপর বাড়তে বাড়তে ২৮ জানুয়ারি তা ৩৩ দশমিক ৩৭ শতাংশ হয়, যা এ যাবতকালের সর্বোচ্চ।

এদিকে টানা ছয় দিন দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজারের নিচেই রয়েছে। গত ২৩ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছিল, এক পর্যায়ে ২৬ জানুয়ারি তা ১৬ হাজার ৩৩ জনে পৌঁছায়।

এরপর ৪ ফেব্রুয়ারি শনাক্ত রোগী ১০ হাজারের নিচে নেমে আসে। গত চার দিন ধরে তা ৮ থেকে ৯ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে। একদিনে আরও ৩৩ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৭০৩ জন।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen + one =