তিশার জন্মদিনে ফারুকীর সারপ্রাইজ!

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন আজ (সোমবার)। প্রতি বছর পারিবারিক আয়োজনে জন্মদিন উদযাপন করা হয়। প্রিয়তমা স্ত্রীকে এবারও ‘সারপ্রাইজ’ দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রতি বছর তিশার জন্মদিনে রাত ১২টা বাজার আগে কেক, ফুল ও উপহার নিয়ে আসেন তিশার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিশার জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করেন ফারুকী।

সামাজিকযোগাযোগ মাধ্যমে তিশার জন্মদিন উদযাপনের কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে ফারুকী লিখেছেন, তিশা সবসময় বলে আমি নাকি ওকে সারপ্রাইজ দিতে পারি না। কথা যে খুব একটা ভুল তাও না! তবে আজকে আমি ওর জন্মদিনে সারপ্রাইজ দিতে পারছি।

তিনি আরও লিখেছেন, হ্যাপি বার্থডে, তিশা। এই অধম এবং ইলহাম তোমাকে অনেক ভালোবাসি! লাভ ইউ। ইলহাম বড় হয়ে এই ছবিগুলাতে আমাদের এইসব দিনরাত খুঁজে পাবে, ভাবতেই মন ঝলমল করে উঠতেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 + 10 =