তৃতীয় দিনেও শনাক্ত হার ২ শতাংশের নিচে

দেশে আজ তৃতীয় দিনের মতো করোনায় দৈনিক রোগী শনাক্তের হার দুই শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে তার আগের ২৪ ঘণ্টায় তুলনায়। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩৯ জন, যা গতকাল ছিল ৩১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। গতকাল ১৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

প্রসঙ্গত, গত শনিবার চলতি বছরে প্রথম দিনের মতো দৈনিক শনাক্তের হার নেমে আসে দুই শতাংশের নিচে। সেই ধারা অব্যাহত থাকে গতকালও (১৭ অক্টোবর)। সেই সঙ্গে আজ তৃতীয় দিনের মতো দেশে করোনায় রোগী শনাক্তের হার দুই শতাংশের নিচে রয়েছে, যদিও গতকালের তুলনায় কিছুটা বেড়েছে শনাক্তের হার।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে পুরুষ চার জন আর নারী ছয় জন। মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা আর খুলনা বিভাগের আছেন তিন জন করে, চট্টগ্রাম বিভাগের দুই জন আর রাজশাহী ও সিলেট বিভাগের আছেন একজন করে। মারা যাওয়া ১০ জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

বাংলা ট্রিবিউন

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve − nine =