থাইল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশ দলের

বোলিং-ব্যাটিং  দুর্দান্ত নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ নারী দল। শনিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে। সদ্যই  বিশ্বকাপ বাছাই পর্ব চ্যাম্পিয়নের তকমা নিয়ে এবার এশিয়া কাপে দারুন শুরু করলো নিগার সুলতানার দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে থাইল্যান্ড। ১৬ রানের মধ্যে থাইল্যান্ডের ২ উইকেট তুলে নেন বাংলাদেশের দুই বোলার সানজিদা আকতার মেঘলা ও সোহেলি আকতার।

তৃতীয় উইকেট ৩৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন থাইল্যান্ডের দুই ব্যাটার পানিতা মায়া-নাত্তাকান  চনথাম। এরপর থাইল্যান্ডের ব্যাটারদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতি দিয়ে উইকেট তুলে নেন রুমানা-নাহিদা-সোহেলি-মেঘলারা।

বাঘিনীদের বোলিং তোপে  ১৯ দশমিক ৪ ওভারে ৮২ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। দলের পক্ষে চার ব্যাটার দু’অংকে কোটা স্পর্শ করতে পারেন। সর্বোচ্চ ২৬ রান করেন মায়া। বল হাতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার লেগ-স্পিনার রুমানা ৩ ওভারে ৯ রানে ৩ উইকেট নেন। নাহিদা-মেঘলা ১১ রানে ও সোহেলি ১৮ রানে ২টি করে উইকেট নেন।

৮৩ রানের টার্গেটে দলকে উড়ন্ত সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে ব্যাট হাতে মারমুখী ছিলেন শামিমা। এতে ৬ ওভারেই ৫২ রান পেয়ে যায় বাংলাদেশ। এসময় ৯টি চারে ২৪ বলে ৪৩ রান করেন শামিমা। অপর ওপেনার ফারজানা তখন ৬ রানে।

নবম ওভারের প্রথম বলে দলীয় ৬৯ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙ্গে। হাফ-সেঞ্চুরি থেকে এক রান দূরে  থাকতে আউট হন শামিমা। বোল্ড হবার আগে ১০টি চারে ৩০ বলে ৪৯ রান করেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া  শামিমা।

শামিমা যখন ফিরেন, তখন জয়ের জন্য ১৪ রান দরকার ছিলো বাংলাদেশের। দ্বিতীয় উইকেটে দলের প্রয়োজন মিটিয়েছেন ফারজানা ও অধিনায়ক নিগার সুলতানা। ১২তম ওভারের চতুর্থ বলে লং-অন দিয়ে ছক্কা মেরে ৫০ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন নিগার।

২টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন  ফারজানা। অপর প্রান্তে ১টি ছক্কায় ১১ বলে ১০ রানে অপরাজিত থাকেন নিগার। আগামী ৩ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 + 13 =