নসরুল হামিদকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের চারদিনের মাথায় পুনর্বণ্টন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে নসরুল হামিদ বিপুকে। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত বৃহস্পতিবার শপথ নেয় নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। ওইদিনই ব্যাপক রদবদল ঘটিয়ে দপ্তর বণ্টন করা হয় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের। সেদিনের প্রজ্ঞাপনে নসরুল হামিদ বিপুকে করা হয়েছিলো বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী। আর প্রধানমন্ত্রী যে ছয়টি মন্ত্রণালয় হাতে রেখেছিলেন তার মধ্যে ছিলো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এদিনের প্রজ্ঞাপনে নসরুল হামিদকে বিদ্যুতের সঙ্গে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদসহ ছয়টি মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর হাতে থাকছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চারবারের সংসদ সদস্য নসরুল হামিদ ২০১৪ সালের জানুয়ারি থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + 20 =