দাম্পত্যের ইতি টানলেন জ্যাসন-লিসা

১৬ বছরের সম্পর্ক এবং চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন হলিউড অভিনেতা জ্যাসন মমোয়া ও লিসা বনেট।

 

বুধবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন জ্যাসন-লিসা।

 

ওই বিবৃতিতে তারা জানান, “আমাদের পারিবারিক একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমরা আমাদের দাম্পত্যের ইতি টানতে যাচ্ছি। এই বিষয়টি খবরের শিরোনামে আসার যোগ্য কিনা তা জানি না। কিন্তু আমরা যাতে আমাদের জীবনে মর্যাদা নিয়ে ও সততার সঙ্গে এগিয়ে যেতে পারি এ কারণে শেয়ার করা।”

 

দাম্পত্যের ইতি টানলেও এই তারকা দম্পতি তাদের এক কন্যা লোলা এবং দুই ছেলে নাকোয়া এবং ওলফের দেখাশোনা একসঙ্গে করবেন বলে জানিয়েছেন।

 

ভালোবেসে ২০১৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জ্যাসন মমোয়া ও লিসা বনেট। এটি জ্যাসনের প্রথম বিয়ে হলেও লিসার ছিলো দ্বিতীয় বিয়ে।

 

জ্যাসনের আগে ১৯৮৭ সালে সংগীতশিল্পী লেনি ক্রাভিটজের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লিসা। কিন্তু ১৯৯৩ সালে সেই সংসারের ইতি টানেন তারা।

 

বার্তা২৪.কম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 − four =