দিব্যা আগারওয়াল  ‘বিগবস ওটিটি’ জিতলেন

দিব্যা আগারওয়ালকে বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ৬ সপ্তাহব্যাপী ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো ‌‘বিগবস ওটিটি’র প্রথম কিস্তি, যা ভূত অ্যাপে সপ্তাহের সাত দিনই প্রচার হতো। দিব্যা এর আগে ‘এমটিভি স্প্লিটসভিলা’র রানার্সআপ ছিলেন। বিগবস ওটিটির প্রথম রানারআপ হন কোরিওগ্রাফার নিশান্ত ভাট ও দ্বিতীয় রানারআপ বলিউড অভিনেত্রী শমিতা শেঠি।

চ্যাম্পিয়নের ট্রফি ছাড়াও দিব্যা পেয়েছেন ২৫ লাখ টাকা মূল্যের পুরস্কার। গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন রীতেশ দেশমুখ-জেনেলিয়া ডি সুজা দম্পতি। বিজয়ী হওয়ার দৌড়ে ছিলেন নিশান্ত ভাট, শমিতা শেঠি, প্রতীক সহজপাল ও রাকেশ বাপাট। তবে ফাইনালের দিন নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নেন প্রতীক।

যদিও সাবেক বিগবসজয়ী গওহর খানের টুইটে আগেই ফাঁস হয়ে যায় যে, বিজয়ী দিব্যাই হচ্ছেন। এরপরও দর্শকের আগ্রহের কমতি ছিল না। পুরো সিজনজুড়েই ঠোঁটকাটা আচরণে ‘মুখরা’ উপাধি পেয়েছিলেন দিব্যা। এমনকি করণও তাকে থামাতে পারতেন না। এখন সাল্লু ভাই ও দিব্যার রসায়ন কেমন হতে পারে, তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে জল্পনা।

বিগবসের নিয়মিত উপস্থাপক সালমান নিজের পরবর্তী ছবির কাজে ব্যস্ত থাকায় এবারের আয়োজনটি সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন নির্মাতা করণ জোহর। তবে পরের সিজন যথারীতি উপস্থাপনা করতে যাচ্ছেন সালমান খানই।

বাংলা ট্রিবিউন, বলিউড হাঙ্গামা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − 16 =