দিলজিতের সঙ্গে মঞ্চ মাতালেন এড শিরান

বর্তমান সময়ের বিশ্বের অন্যতম জনপ্রিয় পপতারকা এড শিরান সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গান গাইতে এসেছেন। ১৬ মার্চ শনিবার মুম্বাইয়ে তার কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সেখানেই শিরানের কণ্ঠে প্রথম পাঞ্জাবি গান শোনা গেছে।

ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে কনসার্ট করলেন এড শিরান। দিলজিতের বিখ্যাত গান লাভার। সেই গান গেয়েই ভক্তদের অবাক করে দিলেন শিরান।

মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত হয় এ কনসার্টটি। সেখানে উপস্থিত ছিলেন শত শত ভক্ত-অনুরাগী। দিলজিৎ-শিরানের জুটি সকলের মন জয় করে নিয়েছিল। কনসার্টের পরে দুই সংগীত তারকাই গানের এ ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

দিলজিৎ তার সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ক্লিপ শেয়ার করেন। সেখানে এডের সঙ্গে লাভার গানে মঞ্চ মাতাতে দেখা গিয়েছে তাকে। ভিডিওতে লেখা আছে, ‘প্রথমবার পাঞ্জাবি গাইছেন এড শিরান’। তার সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘শিরান প্রথমবারের মতো পাঞ্জাবিতে গাইছেন। চাক দেয়া গে।’ ভিডিয়ো পোস্ট হওয়া মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়। পোস্টটির প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক খ্যাতিমান তারকা। তাদের মধ্যে অন্যতম বাদশা লিখেছেন, ‘ভাই এড পাজিকে গিটারিস্ট হিসেবে পেয়েছেন।’

অভিনেতা বরুণ ধাওয়ান লেখেন, ‘ওয়ার্ল্ড ডোমিনেশন’। হর্ষদীপ কৌর লেখেন, ‘ওয়ার্ল্ড ডোমিনেশন। দিল জিত লিয়া (মন জয় করে নিয়েছেন)।’

দিলজিতের পাশাপাশি এড শিরানও তাদের পারফরম্যান্সের ভিডিওশেয়ার করেন। সেই ভিডিও শেষে তাদেরকে আলিঙ্গন করতে দেখা গিয়েছে। পোস্টের ক্যাপশনে এড লেখেন, ‘ভারতে আমার অবিশ্বাস্য সময় কেটেছে।’

২০২৪ সালে এশিয়া ও ইউরোপ ট্যুরে বেরিয়েছেন এড শিরান। সেই ট্যুরের অংশ হিসেবে ১৬ মার্চ মুম্বাইয়ে পারফর্ম করলেন পপতারকা। এর আগে তার কনসার্ট হয়েছিল ২০১৭ সালে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three + two =