পাওয়ার প্লেতে চমৎকার বোলিংয়ে প্রতিপক্ষের রানের স্রোতে বাঁধ দিলেন মুস্তাফিজুর রহমান। শেষ দিকে আরেকটি ওভার করে ছিলেন খরুচে। গুজরাট টাইটান্সের দাপুটে জয়ের ম্যাচে শেষ পর্যন্ত উইকেটশূন্য থাকলেন দিল্লি ক্যাপিটালসের এই পেসার। শুধু মুস্তাফিজ নয়, দিল্লির কেউই এদিন নিতে পারেননি উইকেট। সাই সুদার্শান ও শুবমান গিলের অসাধারণ ব্যাটিংয়ে ২০০ রানের লক্ষ্য তাড়ায় ১০ উইকেটের জয় তুলে নিয়েছে গুজরাট। খবর বিডিনিউজ।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শনিবার টি-টোয়েন্টি খেলে পরদিনই আইপিএলে খেলতে নামেন মুস্তাফিজ। আরুন জেটলি স্টেডিয়ামে রোববার দিল্লির বাকি বোলারদের তুলনায় কম রান দেন বাংলাদেশের তারকা। ৩ ওভারে দেন ২৪ রান। হজম করেন ৩টি চার, ডট দেন ৫টি। তিনি ছাড়া ওভারপ্রতি ৯ এর নিচে রান দিতে পারেননি আর কেউ।
গুজরাটকে দাপুটে জয় এনে দেওয়ার পথে সুদার্শান ৬১ বলে ৪ ছক্কা ও ১২ চারে করেন ১০৮ রান। ৫৩ বলে ৯৩ রান করতে ৭টি ছক্কা ও ৩টি চার মারেন গিল। তাদের চমৎকার ব্যাটিংয়ে আড়ালে পড়ে যায় প্রথম ইনিংসে ৪টি ছক্কা ও ১৪টি চারে ৬৫ বলে করা লোকেশ রাহুলের ১১২ রানের অপরাজিত ইনিংস।
রান তাড়ায় আকসার প্যাটেল ও থাঙ্গারাসু নাটারাজানের ওপর ঝড় বইয়ে দেন সুদার্শান। প্রথম ৩ ওভারে ৪৩ রান তুলে ফেলে গুজরাট। প্রতিপক্ষের তাণ্ডবে হ্রাস টানতে চতুর্থ ওভারে মুস্তাফিজকে আক্রমণে আনেন দিল্লির অধিনায়ক আকসার। তাতে কাজও হয়। নিয়ন্ত্রিত বোলিংয়ে কেবল ৬ রান দেন মুস্তাফিজ।
ওভারের প্রথম বলে রান নিতে পারেননি সুদার্শান। পরের বলে সিঙ্গেল নিয়ে শুবমান গিলকে স্ট্রাইক দেন তিনি। তৃতীয় ডেলিভারিতে ডিপ কাভারে ঠেলে দুই রান নেন গিল। পরের বলে আসে একটি সিঙ্গেল। পঞ্চম বলটি ডট দেওয়ার পর শেষ ডেলিভারিতে দুই রান নেন সুদার্শান। পঞ্চম ওভারটি দুর্দান্ত করেন দুশমান্থা চামিরা। ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে নামা লঙ্কান পেসারের ওই ওভারটি থেকে আসে কেবল ৩ রান।
পাওয়ার প্লের শেষ ওভারে ফের বোলিংয়ে এসে শুরুটা দারুণ করেন মুস্তাফিজ। প্রথম তিন বলে কেবল এক রান দেন তিনি। চতুর্থ ডেলিভারিটি করেন অফ স্টাম্পের বাইরে জোরের ওপর। তাকে ডিপ-ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মারেন সুদার্শান। শেষ দুই বলে দুটি সিঙ্গেলসহ ওভারটি থেকে আসে মোট ৭ রান। পাওয়ার প্লের শেষ তিন ওভারে কেবল ১৬ রান দেয় দিল্লি। তাতে ৩ ওভারে ৪৩ রান থেকে ৫৯ রান নিয়ে প্রথম ৬ ওভার শেষ করে গুজরাট।
মাঝে ভিপরাজ নিগাম, কুলদিপ ইয়াদাভ, চামিরা, নাটারাজানরা ভাঙতে পারেননি সুদার্শান ও গিলের জুটি। ষোড়শ ওভারে আবার বল হাতে নিয়ে দলের সেই লক্ষ্য পূরণে ব্যর্থ ছিলেন মুস্তাফিজও।
এবার শুরুটাও ভালো করতে পারেননি তিনি। প্রথম বলে তাকে সুইপ করে চার মারেন সুদার্শান। পরের ডেলিভারিতে থার্ড ম্যান দিয়ে আসে আরেকটি বাউন্ডারি। ঘুরে দাঁড়িয়ে পরের চার বলে তিন রান দেন মুস্তাফিজ। ওভার শেষ করেন ১১ রান দিয়ে।
গত নভেম্বরে হওয়া আইপিএলের মেগা নিলামে দল পাননি মুস্তাফিজ। পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের জেরে ফ্র্যাঞ্চাইজি এই লিগে খেলার দুয়ার খুলে যায় তার জন্য। এক সপ্তাহের জন্য স্থগিতের পর টুর্নামেন্টটি পুনরায় শুরু হলেও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জেইক ফ্রেজার-ম্যাকগার্ক ভারতে আর ফেরেননি। তার বদলি হিসেবে মুস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে যোগ করে দিল্লি।
সংযুক্ত আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের দেশ ছাড়ার দিন চমক হয়ে আসে মুস্তাফিজের আইপিএলে দল পাওয়ার খবর। তবে আমিরাত ও পাকিস্তান সফর থাকায় এই ফ্র্যাঞ্চাইজি লিগে তার খেলা নিয়ে সংশয়ও জাগে বেশ। পরে অবশ্য তাকে ২৪ মে পর্যন্ত তাকে অনাপত্তিপত্র দেয় বিসিবি।
কিন্তু আসরে নিজের প্রথম ম্যাচে তেমন প্রভাব রাখতে পারলেন না মুস্তাফিজ। তাদের বাজে দিনে আইপিএলের এক মৌসুমে জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন সুদার্শান ও গিল। চলতি আসরে এই দুইজনের যুগলবন্দীতে এরই মধ্যে রান হয়ে গেছে ৮৩৯। তারা ছাড়িয়ে গেছেন ২০২১ সালে দিল্লির জার্সিতে শিখার ধাওয়ান ও পৃথ্বী শর জুটিতে আসা ৭৪৪ রান।
গিল ও সুদার্শানের ২০৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে হয়েছে আরেকটি রেকর্ড। আইপিএলে ১০ উইকেটের জয়ে এটাই সর্বোচ্চ জুটি। এই দুইজনের সৌজন্যে আইপিএলে এই প্রথম ১০ উইকেটে জয় পেল গুজরাট। আর টুর্নামেন্টে তৃতীয়বার ১০ উইকেটে হারের তেতো স্বাদ পেল দিল্লি।
প্রাথমিক পর্বে দুই ম্যাচ বাকি থাকতেই ১৮ পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে গিলের দল। তাদের সঙ্গে প্লে অফের টিকেট পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। দুই দলেরই পয়েন্ট ১৭ করে। বাকি একটি জায়গার লড়াইয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি। দুই দলেরই প্রাথমিক পর্বে ম্যাচ বাকি আছে দুটি করে।
তবে দিল্লি প্লে অফে উঠলে মুস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। আমিরাত সফর শেষ করে পাঁচ টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের। এই সফরে যাওয়া নিয়ে সরকারের সবুজ সঙ্কেতও পেয়ে গেছে বিসিবি।
তবে পাকিস্তান সফর হলেও কাউকে সেখানে যেতে বাধ্য করা হবে না বলে আগেই জানিয়েছে বিসিবি। ক্রিকেটার ও কোচিং স্টাফদের স্বাধীনতা দেওয়া হবে নিজের সিদ্ধান্ত নিতে। মুস্তাফিজ যদি পাকিস্তানে যেতে না চান ও দিল্লি যদি প্লে-অফে উঠতে পারে, তখন তার ছাড়পত্রের মেয়াদ বাড়তেও পারে।
আইপিএলে এখন পর্যন্ত পাঁচটি দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ। নিজের প্রথম আসর ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপা জিতেছিলেন তিনি। পরের বছরও খেলেন ওই ফ্র্যাঞ্চাইজির হয়ে।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এক আসরে খেলার পর যোগ দেন রাজস্থান রয়্যালসে। সেখানেও এক মৌসুমের বেশি খেলতে পারেননি। পরে দুটি বছর তাকে খেলায় দিল্লি। ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পর এবার ফের দিল্লিতে ফিরলেন তিনি। ভারতের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে সব মিলিয়ে ৫৮ ম্যাচ খেলে তার উইকেট ৬১টি।