দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ ঈদে মুক্তি পাবে

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় আসতে চলেছে দীপংকর দীপন পরিচালিত বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ছবিটির মোশন পোস্টার উন্মোচন অনুষ্ঠান শুরুর আগে বিষয়টি নিশ্চিত করেন দীপংকর দীপন। এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও সুনেরাহ বিনতে কামাল।

সোমবার সন্ধ্যায় অন্তর্জালের পোস্টার উন্মোচনের অনুষ্ঠানে মুক্তির আগাম ঘোষণা দেন চলচ্চিত্রটির প্রধান উপদেষ্টা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মোশন পোস্টার উন্মোচন উপলক্ষে আয়োজন করা হয় চলচ্চিত্রটির আগমনী আড্ডা। আড্ডা ছবির শিল্পীরা তুলে ধরেন ছবিটি সম্পর্কে তাদের কথা। বলেন কি ভাবে সাইবার যুদ্ধ তুলে ধরা হয়েছে।

‘অন্তর্জাল’ প্রসঙ্গে পরিচালক দীপংকর দীপন বলেন, এটা সো কল্ড প্রেমের ছবি না। কিন্তু একজন দর্শক সিনেমায় যে গতি ও গল্প দেখতে চায়, তার পুরোটাই আছে এতে। আপনারা লক্ষ্য করবেন আমার এক একটা ছবি এক এক ঘরানার। যেমন প্রথমটা ছিলো পুলিশের অ্যাকশন, পরেরটা ওয়াইল্ড লাইফ অ্যাকশন আর এটা হলো সাইবার যুদ্ধ। বলে রাখি, আইটি মোটেই গুরুগম্ভীর বিষয় নয়। এখানে গতি আছে।

তিনি বলেন, এটা সবার ছবি। সাধারণ মানুষ যেন আইটি বা হ্যাকিং বিষয়টা সহজে বুঝতে পারে, সেভাবেই গল্পটি সাজানো হয়েছে। আর বিষয়টিকে সহজ করার জন্য আমাদের অনেক কঠিন সময় পার করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি সহজ করে সাইবার বিষয়গুলো তুলে ধরতে।

‘অন্তর্জাল’র গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট। ছবিটি ওয়ালটন নিবেদিত। রয়েছে বেশ কয়টি কো-স্পন্সর প্রতিষ্ঠান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen − 13 =