দীর্ঘদিন পর আর্টসেলের তৃতীয় অ্যালবাম

জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল দীর্ঘ ১৭ বছর পর অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। ২০০২ সালে ‘অন্য সময়’ শিরোনামের প্রথম অ্যালবাম প্রকাশ করে আর্টসেল। ৪ বছর সময় নিয়ে দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন ২০০৬ সালে। এই অ্যালবামের নাম ‘অনিকেত প্রান্তর’। এরপর কেটে গেছে ১৭টি বছর। এত দীর্ঘ বছর পর এবার আর্টসেল প্রকাশ করতে যাচ্ছে তাদের তৃতীয় অ্যালবাম। এর নাম ‘অতৃতীয়’। জানা গেছে, ৯টি গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি।

ব্যান্ডের লিডার জর্জ লিংকন ডি কস্টা জানান, ২৩ ফেব্রুয়ারি ‘গান’ অ্যাপে অ্যালবামের গানগুলো প্রকাশ পাবে। এরপর ৯ মার্চ জি সিরিজের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে অ্যালবামের গানগুলো। গানগুলোর কথা, সুর ও সংগীত করেছেন ব্যান্ড সদস্যরা। লাইনআপেও পরিবর্তন এসেছে। আর্টসেলের বর্তমান লাইনআপ: লিড ভোকালিস্ট ও গিটারিস্ট হিসেবে আছেন লিংকন ডি কস্টা, লিড গিটারে ইকবাল আসিফ জুয়েল ও কাজী ফয়সাল আহমেদ, ড্রামে কাজী সাজ্জাদুল আশেকীন, বেস গিটার সাইফ আল নাজি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve + 10 =