দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৈরী আবহাওয়ার মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে প্রায় দুইঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। সোমবার সকাল ৭টার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে ৯টার দিকে স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল।

এসময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে। সরেজমিনে পূর্ব ঘোষণা ছাড়া মেট্রোরেল বন্ধ থাকায় বৃষ্টির মধ্যে চরম ভোগান্তিতে পড়তে দেখা যায় সাধারণ মানুষকে।

যাত্রীরা জানান, সকালে বৃষ্টির কারণে কোনো ঘোষণা ছাড়াই মেট্রোরেল বন্ধ রাখা হয়। এর আগে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সোয়া এক ঘণ্টা পর চলাচল শুরু হয়।

দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল রোববার রাত আটটার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত করে। এর ফলে সারাদেশে বৃষ্টি হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − 11 =