ফিরোজা বেগম স্বর্ণপদক পাচ্ছেন বরেণ্য শিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী। মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৭ জুলাই ২০২২ বুধবার বিকাল সাড়ে ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমান এবং সৈয়দ আব্দুল হাদীকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার প্রদান করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
বাংলানিউজ