দুই মাস পর দেশে ফিরবেন নায়ক ফারুক

দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফারুক। বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন সবার প্রিয় ‘মিঞাভাই’। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ভক্তদের সুখবর দিয়ে ফারুক বলেন, ‘আমি এখন সুস্থ, স্বাভাবিক খাবার খেতে পারছি, কথা বলতে পারছি। সবার দোয়ায় আমার শরীর এখন আগের চেয়ে বেশ ভালো। তবে চিকিৎসক বলেছেন, শতভাগ সুস্থ হতে আরও দুই মাস সময় লাগবে। যেহেতু চিকিৎসক আরও দুই মাসের কথা বলেছেন তাই তাদের পরামর্শ অনুযায়ী সবকিছু করতে হচ্ছে।’

চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক একাধিক পরিচয়ে পরিচিত তিনি। সব ছাপিয়ে ভক্তদের কাছে ‘মিয়া ভাই’ হিসেবেও তার আলাদা পরিচিতি রয়েছে। তার আরেকটি পরিচয় তিনি রাজনীতিক। বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য।

নায়ক ফারুক ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত বেশিরভাগ চলচ্চিত্রই ব্যবসা সফল হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + 3 =