শিশুতোষ টিভি চ্যানেল দুরন্ততে আসছে বাংলায় ডাবিং করা দুটি জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা। ‘প্রিন্সেস এমি’ আর ‘ড্রাগন হান্টার্স’ নামের ছবি দুটির প্রিমিয়ার হচ্ছে যথাক্রমে ২ ও ৩ সেপ্টেম্বর বেলা ৩টায়। জানিয়েছেন চ্যানেলনটির গণমাধ্যম মুখপাত্র মহসিনা আফরোজ।
‘প্রিন্সেস এমি’ সিনেমাটির গল্প এমন- কান্দিস রাজ্যের ছোট্ট প্রিন্সেস এমি। তার একটি বিশেষ ক্ষমতা আছে, যা ঐ রাজ্যের আর কারোরই নেই। তার বিশেষ ক্ষমতাটি হলো সে ঘোড়াদের সাথে কথা বলতে পারে। বন্ধু, পরিবার, আস্তাবলের চমৎকার সব ঘোড়া এই সবকিছু মিলিয়ে তার জীবন ছিলো চমৎকার। তারপর একদিন এসে হাজির হয় তার চাচাতো বোন গিজানা। সে রাজকুমারী এমির প্রতি হিংসাপরায়ণ হয়ে চারপাশ দুর্বিষহ করে তোলে। ফলে রাজকুমারী হিসেবে অভিষিক্ত হওয়া ও দৈববলে পাওয়া ক্ষমতা দুই-ই রক্ষা করতে কঠিন সংগ্রাম করতে হয় এমিকে।
অন্যদিকে ‘ড্রাগন হান্টার্স’ সিনেমায় দেখা যাবে, ওয়ার্ল্ড গবলার- ড্রাগনদের মধ্যে সবথেকে বিপজ্জনক ও ভয়ঙ্কর প্রাণী। প্রতি বিশ বছরে সে একবার জেগে ওঠে সমস্ত জীবন্ত প্রাণীকে হত্যা করে। বহু বছর আগে লর্ড আর্নল্ড ওয়ার্ল্ড গবলারকে পরাজিত করতে যেয়ে নিজের ক্ষমতা, দৃষ্টিশক্তি ও সৈন্যবাহিনীকে হারিয়ে ফিরে আসে। এবার ওয়ার্ল্ড গবলারকে পরাজিত করে দুর্গ ও মানুষদের নিরাপদ করতে নিয়োগ দেয়া হয় গুইজডো আর লিয়াং স্যু নামক দুই তরুণ ড্রাগন শিকারিকে। আর তাদের এই অভিযানে সঙ্গী হয় লর্ড আর্নল্ডের বুদ্ধিমান ও দৃঢ় ভাতিজি জো। ওয়ার্ল্ড হান্টারকে পরাজিত করতে এই ড্রাগন শিকারি দলকে পাড়ি জমাতে হয় পৃথিবীর শেষ প্রান্তে, যেখানে ভয়ঙ্কর ড্রাগনটি এখনও ঘুমাচ্ছে। তার ঘুম শেষ হবার আগেই তাকে পরাজিত করতে হবে শিকারি দলকে, অথবা পরাজিত হয়ে নিজেদের মৃত্যু দেখতে হবে।