দুনিয়া মাতানো জোকার হয়ে আসছেন যে অভিনেতা

বারি কিওঘান ২০২২ সালের ম্যাট রিভসের সুপারহিরো ‌‘ব্যাটম্যান’ ছবিতে জোকার চরিত্রে একটি সংক্ষিপ্ত দৃশ্যে হাজির হয়েছিলেন। সেখানে তিনি দ্য রিডলার চরিত্রে অভিনয় করা পল ডানোর সঙ্গে কথা বলেন। অল্প সময়ের উপস্থিতিতে দর্শকের মনে দাগ কেটেছিলেন অভিনেতা।

সিনেমাটির সিক্যুয়েল আসতে চলেছে। কাজও শুরু হয়েছে এর। অনেক ভক্তই তাই আশা করছেন কিওঘানকে যেন জোকার হিসেবে ফিরিয়ে আনা হয়।

‘দ্য ব্যাটম্যান – পার্ট ২’ নামের সিক্যুয়েলটিতে থাকবেন কিওঘান? এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অভিনেতা। তিনি ছবিটিতে জোকার চরিত্রে ফিরে আসা নিয়ে মন্তব্য করেছেন। জানিয়েছেন, তার জোকার চরিত্রে অভিনয় করার ব্যাপারটি চূড়ান্ত নয়।

কিওঘান হ্যাপি স্যাড কনফিউজড পডকাস্টে বলেন, ‘এটা একটি বড় সুযোগ, তবে যদি সুযোগ আসে আমি অবশ্যই এটি নিয়ে কাজ করতে চাই। কিন্তু আমি এখনও কিছু শুনিনি।’

কিওঘান কিছু না বললেও পরিচালক ম্যাট রিভস ডিজিটাল স্পাইকে দেয়া বক্তব্যে কিওঘানের জোকার হয়ে আসার প্রসঙ্গটি উস্কে দিয়েছে। রিভস বলেন, ‘কিওঘান এই চরিত্রের জন্য এক বিশেষ অভিনেতা। তিনি অল্প সময়ের জন্য হাজির হয়ে সেটি প্রমাণ করেছেন।’

‘জোকারের জীবনযাত্রা এবং তার হাসির গভীরতা তার কষ্টের মধ্য দিয়ে তৈরি হয়েছে। সেই কষ্টই তাকে পৃথিবীকে তার নিজস্ব উপায়ে দেখাতে শেখায়। তার যাপিত জীবন ও অনুভূতিগুলোকে পর্দায় তুলে আনতে কিওঘান বেশ দারুণ পছন্দ। কারণ তিনি নিজেও জোকারকে ভালোবাসেন। আমরা অপেক্ষা করছি ভালো সময়ের জন্য’- যোগ করেন রিভস।

২০২৬ সালে মুক্তি পাওয়ার লক্ষেই এগিয়ে চলেছে ‘ব্যাটম্যান’ সিরিজের দ্বিতীয় কিস্তির কাজ। এই ছবিতেও ব্যাটম্যান হিসেবে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 1 =