‘দেগুই কালারফুল ফেস্টিভ্যাল’-এ বাংলাদেশ

বিশ্বের বৃহত্তম নাচের ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের নাচের দল তুরঙ্গমী। আগামী ৮-১১ জুলাই দক্ষিণ কোরিয়ার দেগুই শহরে বসবে ‘দেগুই কালারফুল ফেস্টিভ্যাল’ নামের এই আসর। এর মাধ্যমে কোরিয়া সরকারের আয়োজনে এই উৎসবে প্রথমবারের মতো আমন্ত্রণ পেলো বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন তুরঙ্গমী’র আর্টিস্টিক ডিরেক্টর-নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।

তিনি জানান, আগামী ৫ জুলাই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশে যাত্রা করবে তুরঙ্গমী। পূজা সেনগুপ্ত’র নেতৃত্বে ১০ সদস্যের টিম সেখানে যাবে। উৎসবে দলটির দুটি প্রযোজনায় অংশ নেবেন তারা। এগুলো হলো- পাঁচফোড়ন ও নন্দিনী। দৈর্ঘ্য যথাক্রমে ১০ এবং ৫ মিনিট। দুটির ভাবনা, নকশা, নৃত্যনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত।

এদিকে চলতি বছরের এপ্রিলে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে ইউনেস্কো, আইটিআই এবং ফিলিপাইন সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘এসডিজি রেসিলি-আর্ট ফেস্টিভ্যাল ২০২২’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পূজা সেনগুপ্ত। কাজ করছেন পদ্মা সেতু নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানেও।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × three =