দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার শুটিং শুরু

গতকাল (সোমবার) থেকে শুরু হয়েছে ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার শুটিং। তেজগাঁওয়ে বিএফডিসির ১ নম্বর ফ্লোরে ছবিটির শ্যুটিং শুরু হয়। অংশ নেন জিয়াউল রোশান ও ফজলুর রহমান বাবু। নীলাঞ্জনা প্রোডকশনের ব্যানারে এই ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস। প্রয়াত পরিচালক বাবা দিলীপ বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে শ্যুটিং শুরু করেন দেবাশীষ।

এফডিসি এবং ঢাকার আশপাশের লোকেশনে সিনেমার বিভিন্ন সিক্যুয়েন্সের চিত্রধারণ করবেন বলে জানিয়েছেন পরিচালক। এফডিসি’র ছোট-বড় মিলিয়ে ৫টি সেটের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এ ছাড়া গানের শুটিংয়ের জন্য কক্সবাজার, সেন্টমার্টিন রয়েছে নির্মাতার পছন্দের তালিকায়।

সিনেমার সংগীত আয়োজনে আছেন কলকাতার শ্রী প্রীতম। এরই মধ্যে সিনেমার একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান ও কোনাল। জানা গেছে বুবলীকে এই ছবিতে নতুন রূপে দেখা যাবে।

দেবাশীষ বিশ্বাস জানান, দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসছি, আমি আশাবাদী এটি সবার ভালো লাগবে। এ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক রোশান। ছবিটি প্রযোজনা করছেন সালমান চৌধুরী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − 17 =