কাতারের রাজধানী দোহায় এক গুরুত্বপূর্ণ মধ্যাহ্নভোজে শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেছেন। যা দোহাকে একটি কৌশলগত সম্পৃক্ততা ও কূটনীতির বৈশ্বিক কেন্দ্রে পরিণত হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরে।
এই বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেন টোটাল এভিয়েশন সিস্টেমস (TAS)-এর চেয়ারম্যান ও ইয়েমেনের সম্মানিত কনসাল কে এম মোজিবুল হক। মধ্যাহ্নভোজে মহাকাশ, কূটনীতি ও বৈশ্বিক উন্নয়ন খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। মধ্যাহ্নভোজের পূর্বে উদ্ভাবন ও কৌশলগত সহযোগিতা নিয়ে আন্তঃখাত সংলাপ অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে অংশ নেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার, যিনি বাংলাদেশে মহাকাশ প্রযুক্তি অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন; ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের (PMI) ভাইস প্রেসিডেন্ট নেভভেনা, যিনি বৈশ্বিক ব্যবসায়িক রূপান্তরের জন্য পরিচিত এবং ইলন মাস্কের সিনিয়র অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস, যিনি নেতৃত্ব ও উদ্ভাবনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা বাংলাদেশকে বৈশ্বিক মঞ্চের সাথে সংযুক্ত করে।
মোজিবুল হক বলেন, “এ ধরনের সংলাপ কেবলমাত্র ভাবনা নয়, মূল্যবোধ বিনিময়ের একটি প্ল্যাটফর্ম—যা শিল্প ও জাতির সীমা অতিক্রম করে সহযোগিতার পথ সুগম করে।”
উপস্থিত ছিলেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ অতিথি। ছিলেন দ্য কিং চার্লস ফাউন্ডেশনের সিইও ক্রিস্টিনা মরিন, যিনি বাংলাদেশে টেকসই উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের ওপর কাজ করছেন; এছাড়া ছিলেন কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস জি ফ্রানসেসচি, যিনি গণতান্ত্রিক শাসন ও আন্তর্জাতিক সহযোগিতা প্রসারে অবদান রাখছেন।
এই মধ্যাহ্নভোজ দোহাকে একটি বৈশ্বিক কৌশলগত আলোচনার কেন্দ্রস্থল হিসেবে তুলে ধরেছে—যা উদ্ভাবন, কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।