দ্বিতীয়স্থানে থেকে বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ বাংলাদেশের

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শেষ হচ্ছে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের লড়াই। সুপার লিগে পয়েন্ট টেবিলের সেরা সাত দল ও স্বাগতিক দল ভারত সরাসরি আগামী বিশ্বকাপে খেলবে। ঐ আট দলের সাথে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আরও দু’টি দল। আগামী জুনে অনুষ্ঠেয়  কোয়ালিফাইয়ারের সেরা দুই দল পাবে বিশ্বকাপে খেলার টিকিট।

এখন পর্যন্ত বিশ্বকাপ সুপার লিগে ২১ ম্যাচে ১৩ জয় ও ৮টি হারে ১৩০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে, সুপার লিগে ২৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হবে ১৬০। তাতে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থেকে  সুপার লিগ পর্ব শেষ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

এতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার, ভারত-পাকিস্তানের মত বড়-বড় দলগুলোকে পেছনে ফেলে সুপার লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থেকে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বিশ্বকাপে খেলতে নামার সুযোগ পাবে বাংলাদেশ।

বর্তমানে ২৪ ম্যাচ শেষে ১৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নিউ জিল্যান্ড। সমানসংখ্যক ম্যাচে ১৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ইংল্যান্ড। ২১ ম্যাচে ১৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে ভারত।

বিশ্বকাপ সুপার লিগে এখন পর্যন্ত মোট ৭টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৫টিতে জিতেছে এবং ২টিতে হেরেছে টাইগাররা। সবগুলোই তিন ম্যাচের সিরিজ ছিলো।

২০২১ সালের জানুয়ারি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের  বিপক্ষে সিরিজ দিয়ে সুপার লিগ পর্ব শুরু করেছিলো বাংলাদেশ। ঐ সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে শ্রীলংকাকে ২-১, আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের একমাত্র সিরিজ হার ইংল্যান্ডের কাছে। তিন ম্যাচের  সিরিজটি ২-১ ব্যবধানে হারে টাইগাররা।

বিদেশের মাটিতে নিউ জিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে ৩-০ ব্যবধানে ও দক্ষিণ আফ্রিকা সফরে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ পায়  বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে সুপার লিগে দ্বিতীয়স্থানে থেকে বিশ্বকাপে খেলতে নামার সুযোগটা হাতছাড়া করতে চাইবে না তামিম-সাকিবের বাংলাদেশ।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × two =