দ্বিতীয় বার করোনা আক্রান্ত অমিতাভ

দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন। অভিনেতা নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন। গত কয়েক দিনের মধ্যে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করছেন তিনি।

টুইটে অমিতাভ লিখেছেন, ‘সবে মাত্র আমার কোভিড নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’

এর আগে ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। অভিনেতাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দু’সপ্তাহের বেশি চিকিৎসাধীন ছিলেন তিনি। সেই সময় তাঁর পুত্র অভিষেকও কোভিড পজিটিভ হয়েছিলেন। তিনিও ভর্তি ছিলেন হাসপাতালে। কোভিড আক্রান্ত হন পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধ্যাও। তারা বাড়িতেই ছিলেন।

আনন্দবাজার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten − two =