‘দ্য ব্লাফ’র পোস্টারে জলদস্যু লুকে প্রিয়াংকা

হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’র একেবারে ভিন্ন ও ভয়ংকর জলদস্যু রূপে ধরা দিলেন প্রিয়াংকা চোপড়া। বুধবার (৮ জানুয়ারি) প্রিয়াংকা ও প্রাইম ভিডিও সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবিটিতে প্রিয়াঙ্কার ‘ব্লাডি মেরি’ চরিত্রের প্রথম লুক প্রকাশ করেন।

পোস্টার শেয়ার করে প্রিয়াংকা লেখেন, ‘মা, রক্ষক, জলদস্যু। পরিচয় হোক ব্লাডি মেরির সঙ্গে। আসছে ২৫ ফেব্রুয়ারি। শুধু প্রাইম ভিডিওতে।’

পোস্টারে দেখা যায়, সমুদ্রতীরবর্তী রুক্ষ প্রেক্ষাপটে প্রিয়াংকা ও কার্ল আরবানের মধ্যে ভয়ংকর সংঘর্ষ। এক ছবিতে মাঝআকাশে অস্ত্র নিয়ে কার্ল আরবানের দিকে ঝাঁপিয়ে পড়ছেন প্রিয়াংকা। যুদ্ধবিধ্বস্ত জলদস্যু পোশাকে, মুখে আগ্রাসী অভিব্যক্তিতে ভয়ংকর রূপে ধরা দিয়েছেন তিনি। অন্যদিকে, লম্বা কালো কোট পরা কার্ল আরবান হাতে তলোয়ার তুলে আঘাত প্রতিহত করার চেষ্টা করছেন।

আরও কিছু ছবিতে সিনেমার গা ছমছমে আবহ ফুটে উঠেছে। কোথাও দূরবীনের ভেতর দিয়ে তাকিয়ে আছেন প্রিয়াংকা আবার কোথাও রক্তাক্ত অবস্থায় জানালার পাশে দাঁড়িয়ে হাতে বন্দুক ধরা অবস্থায় দেখা যায় তাকে।

জ্যাক স্প্যারোর মতো চেনা জলদস্যু চরিত্র ভুলে এবার আরো রুক্ষ ও নির্মম জগতে পা রাখছেন প্রিয়াংকা। ‘দ্য ব্লাফ’ এ তিনি প্রবেশ করছেন রক্তাক্ত ও হিংস্র এক জলদস্যু জগতে যেখানে শত্রু পক্ষের প্রতি কোনো ছাড় নেই। সহ-অভিনেতা কার্ল আরবানের দিকে প্রিয়াঙ্কার তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য ছবিটির দুর্দান্ত অ্যাকশনধর্মী আবহের ইঙ্গিত দেয়।

এই লুক প্রকাশের পর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন প্রিয়াংকা চোপড়া। তার প্রশংসা করে স্বামী নিক জোনাস লেখেন, ‘এই ছবিতে প্রিয়াংকা কতটা অসাধারণ তা দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।’

‘দ্য ব্লাফ’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে ১৮০০ দশকের শেষভাগে এরসেল বোডেনকে নিয়ে। একসময় ‘ব্লাডি মেরি’ নামে পরিচিত এই ভয়ংকর জলদস্যু নিজের নিষ্ঠুর দল ছেড়ে পালিয়ে কেম্যান দ্বীপপুঞ্জে নতুন জীবন শুরু করেন। কিন্তু অতীত তাকে ছাড়ে না। পুরোনো দল তার পিছু নেয়। তাকে আবার মুখোমুখি হতে হয় সেই হিংস্র জগতের যেখান থেকে সে পালিয়ে এসেছিল।

ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্সের পরিচালনায় এই অ্যাকশন-থ্রিলার সিনেমায় আরো অভিনয় করেছেন টেমুয়েরা মরিসন, ইসমাইল ক্রুজ কর্ডোভা, সাফিয়া ওকলি গ্রিন, জ্যাক মরিস, ডেভিড ফিল্ড ও ভেদান্তেন নাইডু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × one =