দক্ষিন আফ্রিকাকে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপের শেষ আটে জায়াগা করে নিয়েছে নেদারল্যান্ডস। আজ সিডনিতে অনুষ্ঠিত শেষ ষোলর লড়াইয়ে দক্ষিন আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ডাচ নারীরা। খবর বাসস/এএফপি
জয় পেলেও আজ সিডনির ৪০ হাজার দর্শকের সামনে দারুন বেগ পেতে হয়েছে নেদারল্যান্ডস দলকে। প্রথমার্ধে আফ্রিকান চ্যাম্পিয়নদের ঠেকিয়ে রাখার ক্ষেত্রে বড় ভুমিকাটি পালন করেছেন গোল রক্ষক ড্যাফনে ফন ডোমসেলার।
ম্যাচের নবম মিনিটেই গোল করে ডাচদের এগিয়ে দেন জিল রুর্ড। ফলে প্রথমবারের মতো নকআউটে খেলতে আসা ৪৫ তম র্যাংকের নীচের দলের বিপক্ষে কোন রকমে লিড রেখে বিরতিতে যায় নেদারল্যান্ডস।
দ্বিতীয়ার্ধে ডাচদের আরো এগিয়ে যাবার ক্ষেত্রে অবশ্য বড় ভুমিকা ছিল দক্ষিন আফ্রিকার গোলরক্ষক কাইলিন সোয়ার্টের। ৬৮ মিনিটে রিনথ বিয়ারেনস্টেইনের একটি সাধারন শটের বল নিজের বোকামির জন্য আটকে দিতে ব্যর্থ হন তিনি।
এই জয়ে আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে স্পেনের মোকাবেলা করবে ডাচরা। ওই ম্যাচেও গুরু দায়িত্ব পালন করতে হবে ফন ডোমসেলারকেই। তিনি বলেন,‘ এটি আমাদের সেরা পারফর্মেন্স নয়। তবে গোল হজম থেকে দলকে বিরত রাখতে পেরে আমি খুশি।’ অ্যাস্টন ভিলার ওই তারকাকে ম্যাচ সেরা নির্বাচিত করা হয়।
তিনি বলেন,‘ এই ম্যাটিই আমার সেরা কিনা জানি না। তবে গর্ব করার মতো আরো কিছু করে দেখাতে চাই।