ধামইরহাটে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশান ইন্টারফেজ মিটিং

নওগাঁর ধামইরহাটে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশান ইন্টারফেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত দক্ষিণখন্ডা কমিউনিটি সেন্টারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সিভিএ কোর টীম দক্ষিণখন্ডার আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আজাহার আলী মন্ডল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো.আনিছুর রহমান,ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খোকন,ওয়ার্ল্ড ভিশনের কৌকা প্রকল্পের ডিপিএম পারভেজ চৌধুরী,প্রেগ্রাম অফিসার মোতাসিম বিল্লাহ,মরিয়ম বেগম প্রমুখ। পরে প্রধান অতিথি ওই কমিউনিটি সেন্টারে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে অর্থ অনুদার প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 4 =