আজ থেকে নতুন ধারাবাহিক ‘জোনাকির আলো’

ঈদের বিশেষ আয়োজন শেষে নিয়মিত অনুষ্ঠানে ফিরেছে দেশের টিভি চ্যানেলগুলো। এনটিভি আজ থেকে শুরু করছে নতুন দীর্ঘ ধারাবাহিক নাটকের প্রচার। নাটকটির নাম ‘জোনাকির আলো’। পাপ্পু রাজের রচনায় পরিচালনা করছেন মুসাফির রনি। এতে অভিনয় করছেন একঝাঁক তারকা শিল্পী। আছেন আবুল হায়াত, শহীদুজ্জামান সেলিম, শেলী আহসান, শতাব্দী ওয়াদুদ, রিফাত চৌধুরী, মনিরা মিঠু, শ্যামল মাওলা, সালহা খানম নাদিয়া, জয়রাজ, শিরিন আলম, সুজন হাবিব, মায়মুনা মম প্রমুখ।

জোনাকির আলো ধারাবাহিকে দেখা যাবে একটি মধ্যবিত্ত পরিবারের গল্প। ভাই-বোনকে নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন শামসুর সাহেব। নিজের সন্তানদের জন্য কিছু করতে পারেননি। তাঁর বেকার ছেলে জাহিদ একটি চাকরি পেয়েও দুর্ঘটনার কারণে ঠিক সময়ে যোগ দিতে পারেনি। গ্রাম থেকে আসা তাঁর ভাগনে মিন্টু শামসুর সাহেবের পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু মেয়ে যুঁথির মিন্টুর প্রতি দুর্বলতা শামসুর সাহেব মেনে নিতে পারেন না।নাটকের আরেক চরিত্র মনসুর। সদ্য বিবাহিত মনসুর ওষুধ কোম্পানির চাকরিটা হারিয়ে অসহায় হয়ে পড়ে। রোজগারের জন্য হাত মেলায় অসৎ হালিম কমিশনারের সঙ্গে। অন্যদিকে গ্রাম থেকে প্রেমিকা নিয়ে পালিয়ে আসা সুরুজ শহরের এক বস্তিতে আশ্রয় খুঁজে নেয়। এভাবেই এগিয়ে যায় গল্প।

জোনাকির আলো দেখা যাবে সপ্তাহের প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × three =