ধারাভাষ্য ক্যারিয়ারের ইতি টানলেন চ্যাপেল

পেশাদারি খেলোয়াড়ি ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দীর্ঘ ৪৫ বছর ধারাভাষ্যের পরিচিত মুখ ছিলেন ইয়ান চ্যাপেল। টিভি পর্দায় ক্রিকেট সমর্থকদের পরিচিত কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন ইয়ান চ্যাপেল। তবে টিভিতে খেলা চলাকালে আর শোনা যাবে না তার কণ্ঠ। এবার ধারাভাষ্য ক্যারিয়ারকেও বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সাবেক এই অজি ক্রিকেটার অস্ট্রেলিয়ার এক পত্রিকাকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। ১৯৭৭ সালে ধারাভাষ্য শুরু করা ইয়ান চ্যাপেল অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন ও এবিসির হয়ে ধারাভাষ্য দিয়েছেন। ক্যারিয়ারের শেষদিকে যুক্ত ছিলেন এবিসির সঙ্গে।

অস্ট্রেলিয়ার হয়ে ৭৫ টেস্ট খেলা চ্যাপেল টেস্ট ক্যারিয়ারে করেছেন ৫ হাজার ৩৪৫ রান। ৭৫ টেস্টের ৩০ টি ম্যাচে দলকে দিয়েছিলেন নেতৃত্ব।

অস্ট্রেলিয়ার এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে চ্যাপেল বলেন, ‘সর্বশেষ ১১ দিনের পাঁচদিনই আমি ভেবেছি ধারাভাষ্য ছেড়ে দিব। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার ছেড়ে দেওয়ার সময় হয়েছে।’

অনেক আগে একবার অবশ্য তার ধারাভাষ্য ছেড়ে দেওয়ার গুঞ্জন উঠেছিল। ২০১৯ সালে স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়ে কিছুদিন ধারাভাষ্য থেকে দূরে ছিলেন এই অজি কিংবদন্তি। সেবার মাঠে ফিরলেও এবার পাকাপাকিভাবে ধারাভাষ্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ক্যারিয়ারকে বিদায় জানানোর সময় পুরাতন একটি তথ্যও ফাঁস করে দিয়েছেন ইয়ান চ্যাপেল। জানান, ক্যারিয়ারের শুরুতে মিডিয়া জায়ান্ট ক্যারি পাকার তাকে ধারাভাষ্য থেকে বের করে দিতে চেয়েছিলেন।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty + fifteen =