নজরুলসংগীত নিয়ে ভারত ও কানাডা যাচ্ছেন ফেরদৌস আরা

ভারত ও কানাডায় গান শোনাতে যাচ্ছেন নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ২৬ মে পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে একক সংগীত পরিবেশন করবেন তিনি। এরপর জুলাইয়ে ভারতের আসামেও গান শোনানোর কথা রয়েছে তাঁর। এছাড়া আগামী সেপ্টেম্বরে গান নিয়ে কানাডায় যাবেন ফেরদৌস আরা।

নজরুলসংগীত নিয়ে টানা ব্যস্ততা প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, ‘আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ মানবিক কবি কাজী নজরুল ইসলামের জ্ঞানের মহাসমুদ্রের তেমন কিছুই আমার এখনো জানার সুযোগ হয়নি। প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। তাঁর লেখনী সম্পর্কে আরও অনেক জানার বাকি। কবির প্রতি পরম শ্রদ্ধা, ভালোবাসা রেখেই আমি আমার দায়িত্ব আর কাজগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। এবার কবির গান নিয়ে যাচ্ছি ভারত ও কানাডায়। চেষ্টা করব কবির গানের সুরের ধারা সেখানকার শ্রোতাদের মাঝে ছড়িয়ে দিতে।’

ভারতে যাওয়ার আগে দেশেও বেশ কয়েকটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ফেরদৌস আরা। আজ মঙ্গলবার ঢাকার জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে বিকেল ৫টায় রয়েছে শিল্পীর একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি খায়রুল আনাম শাকিল ও কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ।

২৫ মে বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত কবি নজরুলকে নিয়ে বিশেষ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ফেরদৌস আরা। একই দিনে সন্ধ্যার পর গাজীপুরের শ্রীপুরে ভারতীয় হাইকমিশন আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও গাইবেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × four =