নতুন নায়ক সাজ্জাদের সঙ্গে বুবলী

আবারও নতুন নায়কের সঙ্গে রসায়নে মজলেন বুবলী। তার নাম সাজ্জাদ হোসেন। তিনি চ্যানেল আইয়ের রিয়্যালিটি শো ‘কে হবে মাসুদ রানা’র প্রথম রানারআপ হয়েছিলেন। সুদর্শন এই তরুণের সঙ্গেই নতুন সিনেমায় কাজ করছেন বুবলী।

সিনেমার নাম ‘প্রেম পুরাণ’। এটি পরিচালনা করছেন মাহমুদ হাসান শিকদার ও মাসুদ মহিউদ্দিন। প্রযোজনায় বেঙ্গল মাল্টিমিডিয়া। সম্প্রতি বরগুনায় শুরু হয়েছে এই সিনেমার শুটিং। সেখানে অংশ নিচ্ছেন বুবলী ও সাজ্জাদসহ অন্যরা। এতে আরও অভিনয় করছেন চম্পা, ঝুনা চৌধুরী, রোশান, রেবেকা প্রমুখ।

বুবলীর সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত সাজ্জাদ। তিনি জানান, বুবলী তারকা শিল্পী হলেও তার মধ্যে কোনো অহংকার নেই।

সাজ্জাদের ভাষ্য, ‘খুব বন্ধুসুলভ আচরণ করেন তিনি। যেমন চমৎকার অভিনেত্রী, তেমনি মানুষ হিসেবেও দারুণ। শুটিং ইউনিটের সবাই বলছেন, আমাদের জুটিকে মানিয়েছে। আশা করি দর্শকেরও এমন মনে হবে।’

জানা গেছে, ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হচ্ছে ‘প্রেম পুরাণ’। এতে গ্রাম-বাংলার বিভিন্ন রসদ যেমন থাকছে, তেমনি দেখা যাবে মারপিট-রোম্যান্সও।

ঢাকা পোস্ট 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 2 =