সাদিয়া আয়মানকে সবসময় সিম্পল লুকেই দেখা যায়। তবে এবার লাল শাড়িতে রানির বেশে হাজির হয়ে চমকে দিলেন তিনি। রোববার (১৪ ডিসেম্বর) সাদিয়া একগুচ্ছ নান্দনিক ছবি প্রকাশ করে লেখেন, ‘লাল রঙে অম্লান চিরকাল।’
ছবিগুলোতে দেখা যায়, ‘এক ক্লাসিক অন্দরমহলের আবহে ঘন লাল রঙের রাজকীয় শাড়িতে সাদিয়া। শাড়িতে সোনালি জরির সূক্ষ্ম কারুকাজ, নিখুঁত এমব্রয়ডারি সব মিলিয়ে ঐতিহ্যের সঙ্গে আধুনিক ফ্যাশনের অপূর্ব মেলবন্ধন।’
সাদিয়ার স্নিগ্ধ চেহারায় লাল টিপ, গাঢ় কাজল আর চোখের গভীর সাজ, খোলা চুলে হালকা কার্ল, যা তার এই নতুন ফ্যাশনকে নিয়ে গেছে অনন্য মাত্রায়। সাদিয়ার পুরো লুকটিতে ছিল পুরোনো দিনের আভিজাত্যের ছোঁয়া। মাথায় টিকলি সহ মানানসই মাঙ্গটিকা, গলায় কুন্দন পাথরে বসানো ভারী নেকলেস, হাতে সোনালি চুড়ি ও বালা। প্রতিটি অলঙ্কারেই ফুটে উঠেছে ঐতিহ্যবাহী সৌন্দর্য।

তার ছবিগুলোতে মুহুর্তেই ভক্তদের মন্তব্যে ভরে ওঠে। এক ভক্ত লেখেন, ‘তাহার ওই দু’চোখে গোটা একটা উপন্যাস লেখা সম্ভব।’ আরেকজন লেখেন, ‘বাংলাদেশের রানি।’
ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় দিয়ে দর্শকদের প্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন সাদিয়া আয়মান। যে নাটক সিনেমায় কাজ করেছেন পেয়েছেন প্রশংসা। ব্যক্তিগত জীবনেও নিজেকে রানি ভাবেন সাদিয়া। এবার সেই রানীর বেশেই নিজেকে তুলে ধরলেন তিনি।