বিশ্বকাপের সেমিফাইনাল-ফাইনাল খেলা হবে নতুন বলে

বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তগুলো, অর্থাৎ বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে নতুন বলে। নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে ফিফা। বলের কাঠামো বা অন্য কোনও বিছুতে পরিবর্তন আনা হয়নি। শুধু নকশায় সামান্য পরিবর্তন এসেছে। শেষ চারটি ম্যাচের বলে দেখা যাবে সোনালি আভা। নতুন বলের নাম দেওয়া হয়েছে ‘আল হিম’, যার অর্থ স্বপ্ন। এতদিন যে বলটিতে খেলা হয়েছে, তার নাম রিহলা।

বিশ্বকাপের প্রতি আসরেই শেষ দিকের ম্যাচগুলিতে বলের নকশা পাল্টায় ফিফা। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। বিশ্বকাপের বলে এবার ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ‘আল রিহলা’ নামের সেই বলের ভেতরে রয়েছে সেন্সর, যা প্রচুর তথ্য সরবরাহ করছে ম্যাচের প্রতিটি মুহূর্তে। সে সবের কোনো পরিবর্তন হচ্ছে না শেষ চার ম্যাচে। ভোরের দিকে বা বিকেলে মরুভূমির যে রং দেখা যায়, তার আভা দেখতে পাওয়া যাবে এই বলে। রয়েছে কাতারের পতাকার নকশাও। বিশ্বকাপের ট্রফির রংও সেখানে দেখা যাবে।

বিশ্বকাপের বলে অত্যাধুনিক প্রযুক্তি থাকায় এবার অনেক সুবিধা হয়েছে। কঠিন অফসাইডের সিদ্ধান্তও বল থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সহজেই দেওয়া যাচ্ছে। এই বলকে মোবাইল, ল্যাপটপের মতো চার্জ দিতে হয় ম্যাচের আগে। বল নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি।

কাতার বিশ্বকাপ প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আর মাত্র তিনটি ম্যাচ। তৃতীয় স্থান নির্ধারণীসহ ধরলে মোট চারটি ম্যাচ বাকি। এরপরই নিশ্চিত হয়ে যাবে এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন কারা। নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের সেরা চারটি দলই টিকে আছে শিরোপা জয়ের লড়াইয়ে। সেমিফাইনালের পর বিদায় নেবে দুটি দল। ফাইনালে ওঠা দুটি দলই ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে শিরোপা জয়ের লড়াইয়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − 16 =