নতুন মিউজিক ভিডিও ‘তোমার বারান্দায়’

নতুন মিউজিক ভিডিও ‘তোমার বারান্দায়’

‘তোমার বারান্দায়’ শিরোনামের নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন সেরাকন্ঠ খ্যাত শিল্পী ইমরান খন্দকার। “আমার আকাশ তোমার বারান্দায়/ একটু তোমায় দেখতে চেয়ে বসে আছে অপেক্ষায়/ তোমার খোলা চুলে মনের ভুলে আঁচল পড়লে খুলে/ আমি আগের মতো আলতো করে আবার দেবো তুলে”- এমন কথায় গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন শোভন রায়। ভিডিও স্ক্রিনপ্লে-তে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর ও তানিয়া বৃষ্টি।

প্রোটিউন এর ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি প্রতিষ্ঠানটির নিজস্ব ইউটিউব চ্যানেল ‘স্টুডিও প্রোটিউনবিডি’ থেকে প্রকাশিত হয়েছে।

আধুনিক ঘরানার নতুন গান সম্পর্কে শিল্পী ইমরান খন্দকার জানালেন, ‘গত পাঁচ বছর ধরে নিয়মিত মৌলিক গান প্রকাশ করে যাচ্ছি, যার মধ্যে এই গানটি অন্যতম। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। এছাড়াও শ্রোতারা শুনতে পারবেন জিপি মিউজিক, বাংলালিংক ভাইব অ্যাপ ও অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে।’

সারাবাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 + 11 =