নতুন লুকে জয়া আহসান

জয়া আহসান লাল টকটকে আপেল হাতে একগুচ্ছ নতুন ছবিতে হাজির হলেন ভিন্ন লুকে। আর সেই ছবিগুলোর ক্যাপশন মুহূর্তেই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে নিয়ে আসে জয়া আহসানকে।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “ডোন’ট বি অ্যান অ্যাপল”, অর্থাৎ আপেল হয়ো না। কথাটি যেন নারীদের উদ্দেশেই এক গভীর বার্তা— এমনভাবে নিজেকে উপস্থাপন করো না, যাতে কেউ ইচ্ছে করলেই ‘কামড়ে খেয়ে’ নিতে পারে, অথবা সহজে পচে যাওয়ার মতো ভঙ্গুর মনে করে।

ফটোশুটে জয়ার লুকে ছিল ঐতিহ্য আর আধুনিকতার চমৎকার মিশেল। পরনে পাথরের নকশা করা খয়েরি রঙের জমকালো ব্লাউজ, সঙ্গে মিলিয়ে টিপ, গাঢ় লিপস্টিক, খোঁপায় গোলাপ ও আপেল। নিচে উন্মুক্ত নাভিসহ ধূসর জিন্স-যা পুরো লুকটিকে দিয়েছে সমসাময়িক স্টাইলিশ ছোঁয়া। আর চোখে সানগ্লাস যেন বাড়তি আভিজাত্য যোগ করেছে।

তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে তার হাতে ধরা আপেল আর ছবির তীক্ষ্ণ ক্যাপশন। রাতারাতি এই বার্তা ও জয়ার সাহসী ফ্যাশনচয়েস সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 + 17 =