বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে ঢাকা-সিলেট-ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে আয়োজন করা হয়েছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।
সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে জমায়েত হয়েছে হাজার হাজার নেতাকর্মী। বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে কিছুক্ষণ পরপর মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে আসতে দেখা গেছে। এসময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে আসা আব্দুল গাফফার নামের একজন ছাত্রদল কর্মী বলেন, পরিসংখ্যান মতে ১৮-৩৩ বছর বয়সী সাড়ে তিন কোটি ভোটার দেশে রয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে তারা নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আজকের এই সমাবেশে তরুণরা তাদের এই ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এখানে সমবেত হয়েছে। নির্বাচিত সরকার না আসলে দেশে স্থিতিশীলতা আসবে না। অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা করছি।
এদিকে বিকেল ৩টায় সমাবেশটি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে।
বার্তা২৪