যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী গণতন্ত্র লালন ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে অনুঘটক হিসেবে নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছে।
রবিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের সঙ্গে বাংলাদেশের নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস উল্লেখ করেছে, ‘আজ বাংলাদেশের নাগরিক সমাজের বর্তমান অবস্থা সম্পর্কে মতামত বিনিময়ের জন্য সাহসী ও প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পেরে খুব আনন্দিত।’
যুক্তরাষ্ট্র বলেছে, তারা গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে কাজ চালিয়ে যাবে। মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের বার্তায় বলা হয়, ‘আমরা বাংলাদেশ সরকারকেও তা করার আহ্বান জানাচ্ছি।’
বৈঠকে সাংবাদিক জিল্লুর রহমান ও অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
ইউএনবি নিউজ