নাটকে অভিনয়ে দেবাশীষ বিশ্বাস

‘হ্যাপি বার্থডে’ নামের একটি নাটকে অভিনয় করলেন উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস। অনুরূপ আইচের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন জীবন শাহাদাৎ। মিঠু খন্দকারের প্রযোজনায় নির্মিত এ নাটকে দেবাশীষের সঙ্গে আরও আছেন হিমিকা হিমি, তমাল মাহবুব ও তাবাসসুম মিথিলা। ‘হ্যাপি বার্থডে’ নাটকের গল্পে দেখা যাবে, এক রাতে লেখক শব্দ আহমেদের ফ্ল্যাটে হাজির হয় এক মেয়ে। সে দাবি করে, এ ফ্ল্যাটে তার চাচা থাকেন। এদিকে লেখক তাঁকে বোঝানোর চেষ্টা করেন, তিনি চার বছর ধরে এ ফ্ল্যাটে বাস করছেন। সারা রাত দুজনের একসঙ্গে কাটানোর জার্নি নিয়ে এগিয়ে যায় হ্যাপি বার্থডে নাটকের গল্প।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen − 13 =