নাট্যনির্মাতা সতীর্থ রহম‍ানের জন্মদিন আজ

জীবনের গল্প পর্দায় ফুটিয়ে তোলাটা পাকা হাতের কাজ। দেশে এমন কারিগর যে কজন আছেন তাদের মধ্যে সতীর্থ রহমান রুবেল অন্যতম। আজ ২৬ জুলাই এই নির্মাতার জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীতে এসেছেন তিনি। সতীর্থ তার শিক্ষা জীবন কাটিয়েছেন বিএফ শাহীন কলেজে। পরে ঢাকা বিশ্বাবিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি। ছোটপর্দায় প্রেম, বিরহ ও যাপিত জীবনের উপাখ্যান ফুটিয়ে তুলে

নাট্যনির্মাতা হিসেবে শোবিজে নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। তবে ফিকশন ডিরেক্টর হিসেবে তার রয়েছে বিশেষ সুনাম।

বহুমুখী গুণের অধিকারী এই সতীর্থ রহমান। নির্মাতার পাশাপাশি অভিনেতা, লেখক, প্রয়োজক হিসেবেও রয়েছে তার সুনাম। নিজের কাজগুলো দিয়ে সাধারণ মানুষ থেকে সুশীল সবারই প্রশংসা পেয়েছেন তিনি।

ব্যক্তিজীবনে সতীর্থ রহমান অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার স্বামী। তাদের ভালোবাসার ঘরে সর্বদাই টাপুর-টুপুর করে ঝরে সুখের বৃষ্টি। টাপুর টুপুর তার দুই কন্যার নাম। বর্তমানে তারা দার্জিলিংয়ে পড়াশুনা করছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − ten =