নানা বিতর্কে কলংকিত বিপিএল

সালেক সুফী: অনেক আশা ,অনেক স্বপ্ন ছিল পরিবর্তিত সময়ে ,পরিশুদ্ধ ক্রিকেট দেখবে বাংলাদেশ প্রিমিয়ার  লীগ ২০২৫।  কিন্তু চলমান টুনামেন্টটি ইতিমধ্যেই নানা অনাকাঙ্খিত বিতর্কে কলংকিত হয়ে ক্রিকেট এবং  দেশের ভাবমূর্তি মসীলিপ্ত  করেছে। খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করে দুটি ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একবার একটি দলের খেলোয়াড়রা দলের অনুশীলন বয়কট করার হুমকি দিলে বিসিবির তৎপরতায় শেষ মুহূর্তে ক্ষণস্থায়ী সমাধান হয়েছে। একই ফ্রাঞ্চাইজির মালিককে পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রামের হোটেলে নজর বন্ধী করার পরিস্থিতি হয়েছে। শহীদ আফ্রিদির মত তারকা খেলোয়াড়কে পরামর্শক হিসাবে এনে পারিশ্রমিক না দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অবশেষে পাওনা পরিশোধ না করে একটি ফ্রাঞ্চাইজির বিদেশী খেলোয়াড় খেলতে অস্বীকার করায় বিশেষ ব্যাবস্থায় শুধু দেশি খেলোয়াড় দিয়ে খেলতে হয়েছে। কি ইংগিত পাচ্ছে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে ক্রিকেট বিশ্ব ? কি বলার আছে বিসিবির পরিবর্তিত এক্সেকিউটিভ কমিটির ? বিসিবি সভাপতির ? টুর্নামেন্ট কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা থেকে স্পট ফিক্সিং আলামত নিয়ে নাই বা বললাম।  এমনি অন্যানো ফ্রাঞ্চাইজি ক্রিকেট আইপিএল ,বিগব্যাস বা পিএসএল থেকে অনেক পিছিয়ে বিপিএল। একসময়ে বিশ্ব নন্দিত খেলোয়াড়দের প্রিয় টুর্নামেন্ট এখন কোনভাবে টিকে আছে। বাংলাদেশে অগণিত ক্রিকেট অনুরাগী থাকায় এবার কিন্তু বাংলাদেশের সকল ভেন্যু মিরপুর ,সিলেট ,চট্টগ্রামে দর্শক প্লাবন দেখা গেছে। কিন্তু কিছু সুযোগ সন্ধানী, অসৎ ফ্রাঞ্চাইজ মালিকদের কারণে ক্রিকেট এবং দেশের ভাবমূর্তি দারুণভাবে বিনষ্ট হয়েছে। জানিনা বর্তমান পরিস্থিতি নিয়ে কি ব্যাখ্যা দিবে বিসিবি ?

অথচ বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্টে এবার বেশ কিছু আঙ্গিক পরিবর্তন ঘটেছে। উইকেট অনেক স্পোর্টিং হয়েছে, ডিআরএস সংযোজিত হওয়ায় বিতর্ক কমেছে, বাংলা ধারাভাষ্য সংযোজিত হওয়ায় দেশ বিদেশের শ্রোতা/ দর্শক উপভোগ করছে। দেশের ব্যাটসম্যান ,বোলাররা ভালো ক্রিকেট খেলছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ ব্যবহার করছে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়।

বাংলাদেশ ছোট দেশ। প্রিন্ট ,ইলেকট্রনিক মিডিয়া ,সোশ্যাল মিডিয়া অত্যন্ত একটিভ থাকায় সবার ভূমিকা প্রকাশ হয়ে পরে. তাই উদোর পিন্ডি বুদোর ঘরে দেয়ার সুযোগ সীমিত। বাংলাদেশে একটি প্রচলিত কথা আছে ‘ আমরা সবাই পাপী ,নিজের পাপের পরিমান অন্যের বাটখারা দিয়ে মাপি।” দেখার অপেক্ষায় থাকলাম কিভাবে পাপের প্রায়চিত্ত করে ফারুখ এবং বিসিবি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − sixteen =