‘নায়ক’-এর রিমেকে দেব

ব্যোমকেশ বক্সী, বাঘা যতীনের মতো চরিত্রে অভিনয়ের পর এবার দেব নজর দিয়েছেন ‘নায়ক’-এর দিকে। সত্যজিৎ রায় পরিচালিত নায়ক উত্তমকুমার অভিনীত বহুল আলোচিত সিনেমা। এ চরিত্রে এবার অভিনয় করতে চান দেব।

রিমেক করার জন্য সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়ের কাছ থেকে সিনেমাটির স্বত্ব কিনছেন তিনি। এ বিষয়ে দেব বলেন, ‘এখনও আনুষ্ঠানিকভাবে কাগজপত্রে চুক্তি হয়নি। তবে বাবুদার (সন্দীপ) মুখের কথাই আমার কাছে আসল। উনি সম্মত হয়েছেন।’

সত্যজিতের ‘নায়ক’ শুধু বাংলা নয়, বলা ভালো ভারতীয় সিনেমার অন্যতম মাইলফলক। নতুন করে সিনেমাটি তৈরি হলে সেটি কে পরিচালনা করবেন? এ আলোচনায় সৃজিত মুখার্জির নাম উঠে এসেছে। তবে দেব জানিয়েছেন, সৃজিত সিনেমাটি পরিচালনা করছেন না। একসময় নায়ক-এর রিমেক করতে চেয়েছিলেন রামকমল মুখোপাধ্যায়।

তাহলে কি রামকমলকে পরিচালকের আসনে দেখা যাবে? দেব বলছেন, ‘অভিনেতা বা প্রযোজক হিসেবে আমাকে দীর্ঘকালীন পরিকল্পনা করে এগোতে হয়। নায়কও তেমনই একটা প্রজেক্ট। কাজটা এখনই শুরু হচ্ছে না। নায়ক আমার অন্যতম পছন্দের সিনেমা, ভবিষ্যতে কাজটা আমি করতে চাই। সে পরিকল্পনা থেকে স্বত্ব কিনে রাখছি।’

দেব একটা সময়ে ফেলুদার চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। সন্দীপ রায়ের কাছে নিজের ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। তবে এখনই দেবকে নিয়ে ফেলুদা করার কোনো পরিকল্পনা নেই সন্দীপ রায়ের।

সে খবর প্রকাশ হওয়ার পর ট্রোলড হন দেব। এবার উত্তমকুমার অভিনীত চরিত্র করতে চলেছেন তিনি। উত্তমকুমার বাঙালির আবেগের জায়গা। ফলে তাঁর অভিনীত চরিত্রে দেব হাজির হলে সমালোচিত হওয়ার আশঙ্কা প্রবল।

কিন্তু দেব অবিচল। ‘বাঘা যতীন’ নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেছিলেন। তবে সব সমালোচনা পেরিয়ে বক্স অফিসে ভালোই সাড়া পেয়েছে দেবের বাঘা যতীন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 5 =