নায়ক মান্নার জন্মদিনে ভক্তদের আয়োজন

নব্বই দশকের তুমল জনপ্রিয় নায়ক মান্না। তার পারিবারিক নাম এস এম আসলাম তালুকদার মান্না। তবে নায়ব মান্না হিসেবেই দেশবাসীর কাছে জনপ্রিয় তিনি। ভক্তরা অনেকেই তাকে মহানায়ক বলেও ডাকেন। আজ এই নায়কের জন্মদিন।

১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতির কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন এই দাপুটে অভিনেতা। প্রয়াত এই নায়কের জন্মদিন উপলক্ষে ‘মহানায়ক মান্না ফ্যান ক্লাব’র পক্ষ থেকে প্রতিবছর এফডিসিতে নানা রকম অনুষ্ঠান আয়োজন করা হয়।

তবে এবার এফিডিসির বাইরে গিয়ে রাজধানীর কাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসায় কুরআন খতম, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করেছে ফ্যান ক্লাবটি। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল থেকেই শুরু হয় আয়োজন।

মান্না ফ্যান ক্লাবের অ্যাডমিন সোহেল বলেন, ‘আমরা প্রতিবছর আমাদের প্রাণের নায়ক, মহানায়ক মান্নার জন্ম ও মৃত্যু দিনকে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বরণ করে রাখি। মান্না ভাই যেহেতু সবসময় এই মানুষগুলোর পাশে দাঁড়াতেন, তাই আমরাও মান্নার ভক্ত হিসেবে ‘মহানায়ক মান্না ফ্যান ক্লাব’-এর পক্ষ থেকে এই আয়োজন করেছি।’

ফ্যান ক্লাবের আরেক অ্যাডমিন মালদ্বীপ প্রবাসী ওমর ফারুক বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি মান্না ভাইয়ের মতো মানুষের পাশে থাকতে। মান্না ভাইকে যারা ভালোবাসেন, তাদের বলব আপনারাও মানুষের পাশে দাঁড়ান, তবেই শান্তি পাবে আমাদের মহানায়ক মান্না ভাইয়ের আত্মা।’

ফ্যান ক্লাবের অ্যাডমিন পাথর নীল বলেন, ‘আজ আমাদের মহানায়ক মান্নার জন্মদিন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। আমরা আমাদের এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।’

এই গ্রুপের পক্ষ থেকে প্রতিবছরই মান্নার মৃত্যুবার্ষিকী ও জন্মবার্ষিকী পালন করা হবে। মান্না ভক্তদের এই গ্রুপে একত্রিত হওয়ার আহ্বানও জানিয়েছেন উপস্থিত থাকবেন, মাজহার বাবু, সোহেল রানা,ফারুক, রাকিব হাসান, পাথর নীল, জুয়েল রানা, রোকন, কাশেম আলী ও আজিজুল ইসলাম প্রমুখ।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + 19 =