নায়িকা পরীমণির জন্মদিন আজ

২৪ অক্টোবর (সোমবার) ৩০-এ পা রেখেছেন পরীমণি। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হবে নায়িকার জন্মদিন পালনের জমকালো আয়োজন। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিনোদন অঙ্গনের তারকাদের। ‘এবার কলেবর বেড়েছে পরিবারে। স্বামী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে হাজির থাকবেন কাছের মানুষজনরাও। এমনভাবেই সাজানো হয়েছে অনুষ্ঠানটিকে’— জানালেন এ অভিনেত্রী। এবারের জন্মদিনটা পরীর কাছে আলাদা বিশেষত্ব বহন করে। কারণ, মা হওয়ার পর প্রথম জন্মদিন এটি। তার ছেলে রাজ্য ও তাদের দুই পরিবারের সদস্যরা অংশ নেবেন অনুষ্ঠানে।

পরী বলেন, ‘স্বামী রাজও আনুষ্ঠানিকভাবে আমার জন্মদিনের অনুষ্ঠানে প্রথম অংশ নেবে। গতবারও নিয়েছিল কিন্তু তখন তো বিয়ের কথা প্রকাশ করিনি। জন্মদিনের এক সপ্তাহ আগে আমাদের বিয়ে হয়েছিল। তবে এবারই হয়তো এমন আয়োজনে আমার শেষ জন্মদিন উদ্‌যাপন হবে এটি।’

জন্মদিনের উৎসবে বড় কিছু চমক উপহার দেওয়া হবে পরীমণির পক্ষ থেকে। তার ভাষ্য, ‘এবার থাকবে আরও বড় সারপ্রাইজ, যা অনুষ্ঠানটিকে আরও রঙিন করবে। আমার আগের কোনো জন্মদিনে এমন সারপ্রাইজ অতিথিরা দেখেননি। এখনই বলছি না, তাহলে মজা থাকবে না।’

‘এমন আয়োজনে এটাই আমার শেষ জন্মদিন উদ্‌যাপন’— এমনটা কেন বললেন পরী?  নায়িকা নিজেই জানান, ‘আগামীবার তো আমার ছেলের প্রথম জন্মদিন পড়বে। ওর জন্ম ১০ আগস্ট। এর দুই মাস পর আমার। আগামী বছর থেকে আমার মতো ধুমধাম করে বাবুর জন্মদিন করব। আমারটা আর করতে চাই না।’

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। বছরজুড়ে থাকেন আলোচনায়। হোক সেটা সিনেমা কিংবা ব্যক্তিগত জীবনের কোনো চমকপ্রদ ঘটনা উপহার দিয়ে। পরীর ব্যক্তি জীবনের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো ঘটা করে নিজের জন্মদিনের উৎসব পালন করা। এই অনুষ্ঠানকে ঘিরে দিন কয়েক আগ থেকেই করেন নানান পরিকল্পনা। অনুষ্ঠান কীভাবে সাজবে, আমন্ত্রিত অতিথিগণ কী ধরনের পোশাক পরবেন— সবটাই থাকে নায়িকার পূর্ব পরিকল্পনায়।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 − 5 =