মানসীর জন্মদিনে তার সিনেমা ‘আদুরি’র ফাস্ট লুক প্রকাশ

অভিনেত্রী মানসী প্রকৃতির আজ (১০ জুন) জন্মদিন। আজকের দিনে তিনি পাবনায় নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তবে বেড়ে উঠেছেন বগুড়া ও খুলনায়। জীবনের বিশেষ দিনটি পরিবারের সঙ্গে কাটছে তার ৷ তিনি বলেন, জন্মদিনের প্রথম প্রহর থেকেই শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছি। সবার ভালোবাসা নিয়েই আগামী দিনগুলো পার করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসায় রাখবেন।

এদিকে মানসীর জন্মদিন উপলক্ষ্যে সন্ধ্যায় ‘আদুরি’ নামের তার নতুন সিনেমার ফাস্ট লুক প্রকাশ করা হবে। সিনেমাটি পরিচালনা করছেন আবু তাওহীদ হিরণ। চলতি সপ্তাহে সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন মানসী প্রকৃতি।

নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি ৷ জানা গেছে, ‘আদুরি’ সিনেমাতে একটি নেতিবাচক চরিত্রে দেখা যাবে হাস্যোজ্জ্বল এই অভিনেত্রীকে। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন মানসী প্রকৃতি। এ ধরনের চরিত্রে নাটকে কাজ করলেও সিনেমায় প্রথম।

প্রকৃতি বলেন, সবার ভালোবাসায় আজ এতদূর এসেছি। অনেক ভালো করছি সেটা বলব না তবে, প্রতিনিয়ত আমি শিখছি। নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে মেলে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কতটুকু পারছি তা দর্শক ভালো বলতে পারবেন। তবে আমি চেষ্টা করছি।

প্রকৃতি অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমা ‘যন্ত্রণা’ ও ‘দুই ঘণ্টা দশ মিনিট’। অচিরেই সিনেমা দুটি মুক্তি পাবে। তাছাড়া ছোটপর্দার ব্যস্ত সময় পার করছেন মানসী প্রকৃতি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seven + eighteen =