নিউজার্সির বাড়িতে আছড়ে পড়েছে ‘রহস্যজনক’ বস্তু

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের একটি বাড়ির ছাদে আছড়ে পড়েছে একটি উল্কাপিণ্ড। তবে ধাতব ওই উল্কাপিণ্ডের কারণে কারও কোনো ক্ষতি না হওয়ায় সেটিকে ‘মহাকাশ থেকে পাওয়া একটি উপহার’ হিসেবে বিবেচনা করছেন ওই বাড়ির সদস্যরা।

বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, নিউজার্সি অঙ্গরাজ্যের হোপওয়েল শহরের ওল্ড ওয়াশিংটন ক্রসিং পেনিংটন রোড এলাকার একটি বাড়ির ছাদে গত সোমবার একটি ধাতব বস্তু আছড়ে পড়ে। প্রায় এক কেজি ওজনের ধাতব ওই বস্তুর আঘাতে বাড়ির ছাদে গর্ত সৃষ্টি করে শোবার ঘরের মেঝেতে আঘাত করে। কাঠের মেঝেতে দেখা দেয় ফাটল। ঘটনার পর বাড়ির বাসিন্দারা সংশ্লিষ্ট সহায়তা কর্তৃপক্ষকে ফোন করেন। তবে আকাশ থেকে কোনো বস্তু বাড়ির ছাদে পড়েছে, এ বিষয়টি কর্তৃপক্ষকে বোঝাতে তাদের বেশ বেগ পেতে হয়েছে।

সুজি কপ নামে ওই বাড়ির এক বাসিন্দা জানান, প্রথমে তিনি ভেবেছিলেন, কেউ হয়তো পাথর ছুড়েছে। পরে বুঝতে পারেন, বিষয়টি তা নয়। কারণ সাধারণ পাথর ভেবে তিনি বস্তুটিকে স্পর্শ করেছিলেন। স্পর্শ করে বুঝতে পারেন, বস্তুটি গরম হয়ে আছে।

ধাতব ওই বস্তুটি একটি বিরল পাথরের কন্ড্রাইট উল্কা বলে দ্য কলেজ অব নিউজার্সির বিজ্ঞানীরা পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 + two =