সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজকের দিনটা হয়ে থাকল নুরুল হাসান সোহানদের। দিনটি ছিল বাংলাদেশ ‘এ’ দলের ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়ও। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ‘এ’ দল মাঠে নামিয়েছিল তাদের সেরা দল, কিন্তু সোহান-অঙ্কনের ব্যাটিং তাণ্ডব এবং মোসাদ্দেক-শরিফুলদের বোলিং দাপটে তারা দাঁড়াতেই পারেনি। দল জিতল ৮৭ রানের বড় ব্যবধানে। এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ‘এ’ দল নিশ্চিত করল সিরিজ জয়-আর সেটাও আবার রেকর্ড গড়েই।
বুধবার যদিও প্রথমে ব্যাট করতে নেমে ১২ রানে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে সেই চাপ উড়িয়ে দিয়ে ইনিংসের মাঝপথ থেকে শুরু হয় ইতিহাস লেখার যাত্রা। নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন ব্যাট হাতে যা করলেন, তা শুধু ম্যাচ নয়, পুরো সিরিজের চিত্রই বদলে দিল। তাদের ২২৫ রানের জুটি এখন বাংলাদেশ ‘এ’ দলের ইতিহাসে সর্বোচ্চ জুটি।
সোহান খেলেছেন ১০১ বলে ১১২ রানের ঝড়ো ইনিংস, যার মধ্যে ছিল ৭টি করে চার ও ছক্কা। অপরপ্রান্তে থাকা অঙ্কন ইনিংসটিকে আরও শৃঙ্খলিত করে তোলেন-১০৮ বলে করেন ১০৫ রান, ৮টি চারের সঙ্গে একটি ছক্কা হাঁকিয়ে। দুই ব্যাটার মিলে এমন একটা ভিত্তি গড়ে দেন, যেটা ভাঙার সাধ্য ছিল না কিউইদের।
৪ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। এটাই ‘এ’ দলের অন্যতম সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
নিউজিল্যান্ড ‘এ’ দল লক্ষ্য তাড়ায় নেমে ডেল ফিলিপসের ঝড়ো ৭৯ রানে কিছুটা প্রতিরোধ গড়লেও মাঝপথেই ভেঙে পড়ে তাদের ব্যাটিং মেরুদণ্ড। জো কার্টার ও জশ ক্লার্কসনের ছোট ছোট ইনিংস ছিল নামমাত্র। তারা কেউ সোহান-অঙ্কনের ছায়াও হতে পারেননি। মোসাদ্দেকের নিয়ন্ত্রিত বোলিং ও শরিফুল-তানভির-শামীমের ধারাবাহিক আক্রমণে ৪৩.১ ওভারে থেমে যায় কিউইদের ইনিংস, সংগ্রহ মাত্র ২৫৭ রান।
তার পথ ধরে টানা দুই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এক ম্যাচ আগেই জিতে নিল বাংলাদেশ!