নিক-প্রিয়াঙ্কার ঘরে কবে আসবে নতুন অতিথি?

নিক-প্রিয়াঙ্কার ঘরে কবে আসবে নতুন অতিথি? কতোদূর এগলো এই তারকা দম্পতির ফ্যামিলি প্ল্যানিং? ২০২২ সালের মধ্যে কি তারা নতুন পরিচয় অর্থাৎ বাবা-মা হবেন? ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনিই এমন না প্রশ্নের মুখোমুখি হয়ে আসছেন এই দম্পতি।

 

সম্প্রতি ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের এই সুন্দরী জানান, সন্তান তাদের ভবিষ্যতের একটি অংশ। ঈশ্বরের আর্শীবাদে যখন হওয়ার হবে তখন হয়ে যাবে।

 

ব্যস্ততার কারণে কি ফ্যামিলি প্ল্যানিং করতে পারছেন না? এমন প্রশ্নের জবাবে মজা করে প্রিয়াঙ্কা চোপড়া জানান, “না, আমরা অনুশীলনে খুব বেশি ব্যস্ত নই।”

 

যোগ করে প্রিয়াঙ্কা আরও বলেন, বাবা-মা হওয়ার পর প্রয়োজন পড়লে তারা তাদের কাজও কমিয়ে দেবেন।

 

বার্তা২৪.কম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 + twenty =