নিজেদের পয়মন্ত কলম্বো প্রেমাদাসায় আজ লঙ্কা জয়ের সুযোগ

বাংলাদেশ -শ্রীলংকা তিন ম্যাচের চলতি টি ২০ সিরিজ এখন ১-১ সমতায়।  আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ জিতলে বাংলাদেশের সামনে শ্রীলংকায় অধরা সিরিজ জয়ের সোনালী সম্ভাবনা। মাঠটি কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের জন্য পয়মন্ত। নিধহাস ট্রফি সহ ৭ টি ২০ ম্যাচ জিতেছে বাংলাদেশ। টেস্ট সিরিজ ০-১ এবং ওডিআই সিরিজ ১-২ হেরে যাবার পর আজ কিন্তু ম্যাচ জিতে সিরিজ জয় জয়ের গৌরব অর্জনের বিশাল সুযোগ। প্রথম ম্যাচ ক্যান্ডিতে  ৭ উইকেটে হারার পর ডাম্বুলায় ৮৩ রানের দাপুটে জয়ে দারুন মোমেন্টাম পেয়েছে বাংলাদেশ। ধারাবাহিকতায় আজ বাংলাদেশ ম্যাচ আর সিরিজ জিতে নিলে বিস্মিত হবো না।

বাংলাদেশকে ম্যাচ জিততে হলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুতেই দ্বিতীয় ম্যাচটির অনুরূপ সফল করতে হবে। টস ম্যাচের ফলাফল নির্ধারণে বিশাল প্রভাব ফেলবে। শ্রীলংকান দলের ইনফর্ম ব্যাটসম্যানরা অধিকাংশ ডান হাতি তাই শরিফুল আর মুস্তাফিজ এই ম্যাচেও দ্রুত কিছু উইকেট যেমন কুশল পেরেরা,কুশল মেন্ডিস, পিথুম নিশাকাকে ফিরিয়ে দিলে এবং এর পর রিশাদ, সাইফুদ্দিন চাহিদা মেটালে শ্রীলংকা দলকে ১৫০র নিচে সীমিত রাখা যাবে। মেহেদি মিরাজ পারফর্ম করছে না। জানিনা মিরাজকে বিশ্রাম দিয়ে নাসুমকে খেলানোর ঝুঁকি নিবে কিনা বাংলাদেশ। তবে আজ দুই ওপেনার তানজিদ তামিম আর পারভেজ ইমনের একজনকে দায়িত্ব নিয়ে লম্বা ইনিংস খেলতে হবে। অধিনায়ক লিটন দাস দ্বিতীয় ম্যাচে ম্যাচ জয়ী ইনিংস খেলেছে। সাম্প্রতিক সময়ে লিটন এক ম্যাচ ভালো ব্যাটিং করে দিবানিদ্রায় চলে যায়। আজ যেন সেটি না হয়। তাওহীদ হৃদয়কে আজ জ্বলে উঠতে হবে। আমি ফর্মে থাকা শামীম পাটোয়ারীকে ব্যাটিং অর্ডারে উপরে আনার সুপারিশ করবো। জাকের আলী, রিশাদ হোসেন শেষের দিকে দ্রুত কিছু রান তুলে নিলে ১৭০-১৮০ করে বাংলাদেশ চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে। সুযোগ থাকলে বাংলাদেশের প্রথম ব্যাটিং করা উচিত হবে। চাপের মুখে বাংলাদেশ ব্যাটিং ভেঙে পড়ে।  তাই চাপ মুক্ত প্রথমে ব্যাটিং ভালো হবে।

দেশে ফিরেই বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান দলের বিরুদ্ধে। আজ জিতলে শ্রীলংকায় বাংলাদেশের প্রথম সিরিজ জয় গৌরব অর্জিত হলে দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে স্বস্তিতে খেলতে পারবে বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + five =