নির্মাতা আদনান আল রাজীবের জন্মদিন আজ

বর্তমান মিডিয়া জগতের খ্যাতনামা পরিচালক আদনান আল রাজীবের শুভ জন্মদিন। খুব অল্পদিনের মধ্যেই তিনি বর্তমানের অন্য যে কোন পরিচালকের থেকে এগিয়ে গেছেন অনেকটা বেশি। ২০১১ সালে সিলন চায়ের এ্যাড থেকে তার পথা চলা শুরু। অভিনয় করেছিলেন কিছুকাল কিন্তু তারপর হঠাই তিনি মনোনিবেশ করেন পরিচালনায়।

এই প্রতিভাবান পরিচালক অল্প সময়ের মধ্যেই তার অবস্থান শক্ত করে নিয়েছেন। পরিচালনা করেছেন দর্শক নন্দিত বেশ কয়েকটি খন্ড নাটক ও ধারাবাহিক- অল টাইম দৌড়ের উপর, মিডেলক্লাস সেন্টিমেন্ট, ভালবাসার গল্প সহ আরও অনেক নাটক। তিনি এর পাশাপাশি টিভিসি বানানোর ব্যাপারেও বেশ পটু। তার অসাধারণ কনসেপ্ট কাজগুলোকে দর্শকদের সামনে তিনি খুব সুন্দর করে তুলে ধরেন একটু আলাদাভাবেই। তার কাজের ভিতর খুব সাধারণ কিছু গল্প বা আমাদের জীবনের কিছু মুহুর্তকে তিনি খুব সহজ ও সুন্দরভাবে তুলে ধরেন।

১৯৮৭ সালের ১১ মে জন্মগ্রহণকারী আদনান ভারতের পশ্চিমবঙ্গ থেকে পড়াশোনা শেষ করেন। বাংলাদেশে প্রত্যাবর্তনের সময়, তার সাথে ভাগ্যক্রমে একজন প্রখ্যাত বাংলাদেশী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকির সাথে পরিচয় হয়, যিনি একটি পুরান ও সফল প্রযোজনা বাড়ি চবিয়ালের প্রতিষ্ঠাতাও ছিলেন। আদনান ফারুকির সহকারী পরিচালক হিসাবে চবিয়ালে যোগদান করেছিলেন। দিকনির্দেশনা শিখতে শিখে তিনি বেশ কয়েক বছর অতিবাহিত করেছিলেন এবং পরবর্তীতে তার নিজের প্রযোজনা ঘর “রানআউট ফিল্মস” প্রতিষ্ঠার দিকে এগিয়ে যায়। আদনানের নেতৃত্বে রানআউট এখন বাংলাদেশের একটি বড় প্রযোজনা ঘরে পরিণত হয়েছে। আদনান আল রাজীব ইউনিলিভার, ওড়সকম, এক্সপ্রেস মানি, টেলিনোর, এক্সিয়াটা, এয়ারটেল, গ্ল্যাক্সোস্মিথকলাইন, এলজি, এবং স্যামসুর মতো ব্র্যান্ডের জন্য শতাধিক টেলিভিশন বিজ্ঞাপন করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × three =