নির্ম‍াতা নূরুল আলম আতিকের জন্মদিন আজ

বাংলা টিভি ফিকশনে বিরল এক পুরুষ নূরুল আলম আতিক। আজ এই চিত্রনাট্যকার ও নির্মাতার জন্মদিন। শুভ জন্মদিন নূরুল আলম আতিক।

বিশেষ এই দিনের প্রথম প্রহর থেকে স্বজন, ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন ‘ডুবসাঁতার’ সিনেমার এই নির্মাতা।

গল্পের বিষয়-বিন্যাস ও নির্মাণ মিলিয়ে আতিকের নাটক যে ভাষ্য তৈরি করে, তা তুলনাহীন। তিনি এক বিরল দার্শনিক অভিব্যক্তি যুক্ত করেছেন বাংলাদেশের টেলিভিশনে। যার প্রকাশ অনেকটা সিনেমার বড় ক্যানভাসের সঙ্গে তুল্য। লম্বা ক্যারিয়ারে মাত্র একটি সিনেমা নির্মাণ করায় অনুরাগীরা প্রায়ই অনুযোগ করেন।

চতুর্থ মাত্রা, সাইকেলের ডানা, এ জার্নি বাই বোট, বিকল পাখির গান, কুসুমের চারপাশ, একটা ফোন করা যাবে প্লিজ-এর মতো টিভি ফিকশন নির্মাণ করেছেন আতিক। সর্বশেষ ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পতঙ্গ শিকারী ফুল’।

২০১০ সালে নির্মাণ করেন প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ডুবসাঁতার’। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে দুই সিনেমা পেয়ারার সুবাস ও মানুষের বাগান।

নূরুল আলম আতিক ১৯৭০ সালের ৩১ আগস্ট টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ২০০০ সালে আবু সাইয়ীদ পরিচালিত ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি। এ পর্যন্ত ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন পরিচালনা ও চিত্রনাট্য রচনার জন্য। আলোচিত শিল্প ও সাহিত্যপত্রিকা ‘নৃ’-এর সম্পাদকও নূরুল আলম আতিক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 4 =