নীল চাষীদের বঞ্চনা নিয়ে নাটক ‘নীল ছায়া’ মঞ্চে আসছে 

দীনবন্ধু মিত্রের লেখা ঐতিহাসিক নাটক ‘নীল দর্পণে’র ছায়া অবলম্বনে নির্মিত ‘নীল ছায়া’ আসছে ঢাকার মঞ্চে। বৃহস্পতি থেকে শনিবার টানা তিন সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির চারটি প্রদর্শনী হবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘নীল ছায়ার’ নির্দেশনা দিয়েছেন অভিনেত্রী নায়লা আজাদ নূপুর। বেন মাসগ্রেভের লেখা থেকে নাটকটি অনুবাদ ও প্রযোজনা করেছেন লীসা গাজী। প্রযোজনা সংস্থা ‘কমলা কালেক্টিভ’ ও ‘ব্রিটিশ কাউন্সিল’ যৌথভাবে নাটকটি উপস্থাপন করছে।

কমলা কালেক্টিভ বলছে, ব্রিটিশ আমলে নীল চাল চাষ এবং চাষীদের উপর নীলকরদের চালানো নৃশংস অত্যাচার একটি অসাধারণ বিপ্লবের সূত্রপাত ঘটিয়েছিল, যা বাংলাকে বদলে দেয় চিরতরে। ‘নীল ছায়া’ দীনবন্ধু মিত্রের প্রথাভাঙ্গা সেই ইতিহাস নির্ভর নাটক ‘নীল দর্পণ’ থেকে অনুপ্রাণিত।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। পর দিন শুক্রবার বিকেল ৪টা এবং রাত ৮টায় নাটকের দুটি প্রদর্শনী হবে এবং শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টায় নাটকটি একটি প্রদর্শনী হবে। টিকেটের দাম ৩০০/২০০/১০০ টাকা। অগ্রিম টিকেট বুক করা যাবে ০১৭১৭০০৯৬৫৩ (বিকাশ) নম্বরে।

‘নীল ছায়ায়’ অভিনয় করছেন কাজী নওশাবা আহেমদ, সোহেল রানা, শরিফ সিরাজ, সাইদুর রহমান লিপন, মাহমুদুর রহমান মুক্ত, মিতালী দাশ, সাদমান সাঈদ, শিপ্রা দাশ ও শিশির রহমান।

এ নাটকের সহযোগী প্রযোজক তানিয়া রহমান। পোশাক পরিকল্পনায় আছেন মহসিনা আক্তার। আলোক পরিকল্পনা করেছেন নাসিরুল হক খোকন এবং সঙ্গীত পরিকল্পনা করেছেন শিশির রহমান ও সোহিনী আলম। প্রচারমূলক আর্টওয়ার্ক করেছেন ক্যাটলিন অ্যাবোট।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × two =