নীল হুরের জাহান জন্মদিন আজ

জনপ্রিয় উপস্থাপিকা নীল হুরের জাহান। বিশেষত খেলাধুলা বিষয়ক অনুষ্ঠানগুলোর অনবদ্য উপস্থাপিকা তিনি। উপস্থাপনার পাশাপাশি নীলকে কখনো অভিনয়ে আবার কখনো গানের মিউজিক ভিডিওর মডেল হিসেবেও দেখা গেছে। তবে এবারই প্রথম কোনো মিউজিক্যাল ফিল্মে মডেল হিসেবে কাজ করেছেন নীল হুরের জাহান। লকডাউন শুরুর আগে অনেকটাই তাড়াহুড়া করেই সিলেটের সাদা পাথর ও রাতারগুলে গুণী নাটক ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় মিউজিক্যাল ফিল্ম ‘আধা’তে মডেল হিসেবে অভিনয় করেছেন। নীল জানান, মাসুদ হাসান উজ্জ্বল এবারই প্রথম কোনো মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন।

নীল হুরের জাহান এর আগে নাতাশার ‘কেন আসিলে না’ এবং সর্বশেষ ইমরান-পূজার ‘তুমি শুধু আমার’ মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন। নাটকে নীলের যাত্রা হয়েছিল বদরুল আনাম সৌদের নির্দেশনায় আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফার সঙ্গে ‘অক্ষর থেকে উঠে আসা মানুষ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর তিনি সুমন আনোয়ার, সেজানসহ আরো বেশ কজনের নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন। তবে চলচ্চিত্রে অভিনয়ে নিয়ে নীলের আপাতত কোনোই পরিকল্পনা নেই। এদিকে নিউজ টোয়েন্টি ফোর-এ নীলের উপস্থাপনায় ‘ইটস অ্যামাজিং’ অনুষ্ঠানটি এরই মধ্যে ৪০০ পর্ব অতিক্রম করেছে। বিটিভিতে প্রতি বৃহস্পতিবার তার উপস্থাপনায় ‘নিশি গুনগুন’, এনটিভিতে ‘টুডেস কিচেন’, ‘রূপকথার রাত’, এসএ টিভিতে ‘সাইন অন’-এর পাশাপাশি জিটিভিতে বিভিন্ন খেলার সময়ে নিয়মিত উপস্থাপনা করছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 − 10 =