নুহাশের ভৌতিক সিরিজে আফজাল ও মোশাররফ

এক মাস না পেরোতেই আবার ভৌতিক সিরিজ নিয়ে হাজির হচ্ছেন মোশাররফ করিম। ‘আধুনিক বাংলা হোটেল’-এর পর অভিনেতাকে এবার দেখা যাবে নুহাশ হুমায়ূনের ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজনে। এই সিজনে আরও অভিনয় করেছেন অভিনেতা ও নির্দেশক আফজাল হোসেন। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি।

২০২২ সালে মুক্তি পেয়েছিল পেট কাটা ষ। প্রথমটির মতো দ্বিতীয় সিজনেও থাকছে চারটি গল্প। ফ্যান্টাসি, হরর, মিস্ট্রি ঘরানার গল্পগুলো লিখেছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান। প্রথমবারের মতো কোনো সিরিজের জন্য গল্প লিখলেন গুলতেকিন। এবারের সিজনের নাম দেওয়া হয়েছে ‘২ষ’।

নির্মাতা নুহাশ হুমায়ূন জানান, দ্বিতীয় সিজনেও কিছু প্রচলিত বিষয় নিয়ে কাজ করেছেন তিনি। গল্পগুলোতে অতিপ্রাকৃত ও মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। তবে এসবের সঙ্গে এবার তিনি জুড়ে দিয়েছেন কিছু প্রশ্ন।

নুহাশ বলেন, ‘দেশে কিংবা বিদেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। এই ভয়গুলো মানুষকে আচ্ছন্ন করে রেখেছে বহু বছর ধরে। লোককাহিনি ও কুসংস্কারের বাইরে গিয়ে ২ষ বাংলাদেশ ও আধুনিক সময়ের ভয়াবহতা নিয়ে কিছু প্রশ্ন রেখেছে। প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছি।’

সম্প্রতি মুক্তি পেয়েছে আফজাল হোসেন অভিনীত ওয়েব সিরিজ ‘মেসমেট’। থ্রিলার গল্পের সিরিজটি মুক্তি পেয়েছে বঙ্গতে। অন্যদিকে মোশাররফ করিমের প্রথম অ্যান্থলজি সিরিজ আধুনিক বাংলা হোটেল মুক্তি পেয়েছে চরকিতে। কাজী আসাদের পরিচালনায় ভৌতিক সিরিজটির তিনটি ভিন্ন পর্বে ভয় দেখাচ্ছেন মোশাররফ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × two =